Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeওডিআই বিশ্বকাপ ২০২৩ওডিআই বিশ্বকাপ ২০২৩: ‘যেন ব্রেক ছাড়া চলন্ত ট্রেন,’ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা সুনাম...

ওডিআই বিশ্বকাপ ২০২৩: ‘যেন ব্রেক ছাড়া চলন্ত ট্রেন,’ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা সুনাম গাইলেন ভারতের

অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম এবং শোয়েব মালিক রবিবার ধর্মশালায় অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর নিউজিল্যান্ড বনাম ভারতের ম্যাচ প্রসঙ্গে অকপট হন। ভারতের পারফরম্যান্স নিয়ে পঞ্চমুখর তাঁরা। নিউজিল্যান্ডকে ২৭৩ রানে হারাতে সক্ষম হয়েছিল ভারত। মহম্মদ শামির পাঁচ উইকেট এবং বিরাট কোহলির সেঞ্চুরি ভারতকে এই কৃতিত্ব অর্জন করতে সাহায্য করেন। সেই প্রসঙ্গেই এদিন একটি কথোপকথনে ওয়াসিম আক্রম ভারতীয় ক্রিকেট দলকে ‘ব্রেক ছাড়া চলন্ত ট্রেনের’ সঙ্গে তুলনা করেন।

‘‘এককথায় অসাধারণ, ভারতীয় দল যেন ব্রেক ছাড়া চলন্ত ট্রেনের মতোন এগোচ্ছে। একটি স্কোয়াড এমনই তো হওয়া উচিত। যেকোনও পরিস্থিতিতে কিংবা কোনও চোটের কারণে, প্রথম একাদশে পরিবর্তনের সময় কোনওরকম সমস্যা হওয়া উচিত নয়। পান্ডিয়া দলে ছিলেন না বলে যেমনভাবে তারা দল নির্বাচন করলেন, তাদের কাছে শামির মতোন প্লেয়ার ছিল যিনি তার স্পেলের প্রথম বলেই উইকেট তুলে নেন। সঙ্গে সূর্যকুমার যাদবও ছিলেন,’’ একটি টেলিভিশন শো-তে আক্রম বলেন।

‘‘এই ভারতীয় দলের কাছে দুর্দান্ত সব অস্ত্র আছে, যোগ্যতা, দক্ষতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের পরিকল্পনার বাস্তবায়ন খুবই নিখুঁত। কী দারুণ চেস করেছে তারা, উইকেট হারানোর পরও তারা চাপে পড়েনি। তাদেরকে শান্ত দেখাচ্ছিল এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে খেলছিল তারা,” তিনি যোগ করেছেন।

পাকিস্তানি স্কিপার শোয়েব মালিকও একই কথা বলেছেন ভারতীয় দল সম্পর্কে। তিনি বলেন, ‘‘ভারতীয় ব্যাটাররা দারুণ ফর্মে রয়েছেন। এমনকি তাদের বোলাররাও এত আত্মবিশ্বাসী যে টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করতে বলতে দ্বিধা করেন না। তাঁরা প্রতিপক্ষকে বেশি রান করতেই দেয় না তাই চেস করাও কঠিন হয়ে যায়। নিউজিল্যান্ড ৩০০ পেরিয়ে গেলে ভারতের পক্ষে সেটা চেস করা হয়ত কঠিন হত। কিন্তু ভারতীয় বোলাররা মাত্র ৫৪ রান হারান এবং ৬ উইকেট তুলে নেন। তাই সমান কৃতিত্ব বোলারদেরও দেওয়া উচিত,” মালিক ব্যাখ্যা করে বলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments