অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪-এর সকালটা ছিল প্যাট কামিন্সের। ২০.৫০ কোটির ঐতিহাসিক নিলামে তাঁকে কিনে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। যা তখনও পর্যন্ত ছিল সর্বোচ্চ বিড! আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা অবশ্য এক ঘণ্টার মদ্যেই ভেঙে দিলেন মিচেল স্টার্ক। তাঁকে কলকাতা নাইট রাইডার্স কিনে নিল ২৪.৭৫ কোটিতে! ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন হর্ষল প্যাটেল। পঞ্জাব কিংস ১১.৭৫ কোটি টাকায় দলে নিল তাঁকে। শার্দুল ঠাকুর ও রাচিন রবীন্দ্রকে দলে নিয়েছে সিএসকে।
ক্যাপড ব্যাটারদের জন্য প্রথম সেটে – রোভম্যান পাওয়েল (রাজস্থান রয়্যালসে ৭.৪০ কোটি), ট্র্যাভিস হেড (সানরাইজার্স হায়দরাবাদে ৬.৮০ কোটি), হ্যারি ব্রুক (দিল্লি ক্যাপিটালসে ৪ কোটি)- এখনও পর্যন্ত সেরা বিক্রি! স্টিভ স্মিথ অবিক্রীত রয়েছেন এখনও। ৩৩২ জন খেলোয়াড়ের পুল থেকে ৭৭ জন খেলোয়াড়ের জন্য ১০টি ফ্র্যাঞ্চাইজির কাছে ২৬২ কোটি টাকা খরচ করতে পারবে।
এর আগে আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার ছিলেন স্যাম কুরান। তাঁকে ১৮.৫০ কোটি টাকাট কিনেছিল পঞ্জাব কিংস। এবার তাঁকে ছাঁপিয়ে গেলেন প্যাট কামিন্স। তাঁর বেস প্রাইজ ছিল দু’কোটি টাকা। এদিন কামিংসের নাম ঘোষণা হওয়ার সঙ্গেই প্রথমে তাঁর জন্য বিড করে চেন্নাই সুপার কিংস। এর পর আসরে নামে মুম্বই ইন্ডিয়ান্স। এই দুই দলের লড়াইয়ে কামিন্সের মূল্য পৌঁছে যায় ছ’কোটির উপর।
এর পর নিজেদের গুটিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তারা সরে যাওয়ার পর আসরে নামে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই দলের লড়াইয়ে কামিন্সের দাম ছাঁপিয়ে যায় ২০ কোটির গণ্ডি। শেষ পর্যন্ত ২০ কোটি ৫০ লাখে তাঁকে কিনে নেয় হায়দরাবাদ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার