অলস্পোর্ট ডেস্ক: অ্যাশেজে বিরাট কোহলি-কে নিয়ে আলোচনা তুঙ্গে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ শেষ হল মঙ্গলবার। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটি জিতে গেলেও চর্চায় উঠে এসেছে একজন ভারতীয় ক্রিকেটারের নাম। তিনি আর কেউ নন, ভারতের কিংবদন্তি বিরাট কোহলি। অ্যাশেজের চতুর্থ দিন ইংল্যান্ডের কেভিন পিটারসন এবং শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারার কথোপকথনে উঠে আসে বিরাট কোহলির নাম।
পিটারসন জানালেন, এই ব্যাটার তাঁর টেস্ট কেরিয়ারে এই প্রথমবার স্টাম্প আউট হলেন। সঙ্গে তিনি বিরাট কোহলির কথাও বললেন, কী ভাবে এ বছর কোহলিও একইভাবে স্টাম্প আউট হন। তারপরই সঙ্গাকারা এবং পিটারসন বিরাটের প্রশংসায় পঞ্চমুখ হন।
কেভিন পিটারসন স্কাই স্পোর্টসকে এক সাক্ষাৎকারে বলেন, ”তিনি (বিরাট কোহলি) দুর্দান্ত স্পিন খেলেন। যে ভাবে ব্যাকফুটে স্পিন নেন তাতে সুন্দরভাবে কব্জির খেলা ধরা পড়ে। তিনি রিভার্স সুইপটা দারুণ খেলেন। আপনি তাঁর খেলা দেখলে বুঝবেন।“
সঙ্গাকারাও সেই সাক্ষাৎকারে পিটারসনকে সমর্থন করে বলেন যে, ভারতীয় প্রিমিয়ার লিগ খেলার ফলে আধুনিক ব্যাটারদের খেলায় উন্নতি হয়েছে। তিনি আরও বলেন, “কোহলি আইপিএল-এর ঘোরে রয়েছে। আজকালকার প্লেয়াররা জায়গায় দাঁড়িয়েই বল মারতে পছন্দ করেন। পুরনো ধাঁচে স্পিনের বিরুদ্ধে ফুট ওয়ার্কের এখন আর ব্যবহার নেই। বল নামিয়ে এক রান নেওয়া হয়। ক্রিজে টিকে থেকে বলকে স্টেডিয়ামের বাইরে পাঠানো হয়। এটাই সত্যি।“
বিরাট কোহলি কে নিয়ে প্রশংসার শেষ নেই। তবে কোহলি এখন ছুটির মরশুম কাটাচ্ছেন অস্টেলিয়ার কাছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজিত হওয়ার পর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার