অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপ ২০২৪-এ অল-উইন রেকর্ড ধরে রেখেই চ্যাম্পিয়ন হল ভারত। ৫০ ওভারের বিশ্বকাপের যন্ত্রণা কিছুটা হলেও কমল ১৪০ কোটির ভারতের। শেষ ওভার বল করে দেশকে ম্যাচ জিতিয়ে কান্নায় ভেঙে পড়লেন হার্দিক পাণ্ড্যে। অবসর ঘোষণা করা বিরাট কোহলিও নিজেক সামলাতে পারলেন না। অধিনায়ক রোহিত শর্মা সেমিফাইনাল জিতেও কেঁদে ফেলেছিলেন ডাগ আউট বসে, এদিন মাঠে মুখ দিয়ে শুয়ে পড়লেন। আবেগান্বিত ছিল পুরো দল। সবার চোখেই আনন্দাশ্রু। গ্যালারিতে ভিজে চোখে পতাকা ওড়ালেন ভারতীয় সমর্থকরা। এটাই হয়তো ক্রিকেটের আবেগ। যা থেকে দূরে থাকতে পারেন না কেউই।
এই জয়ের সঙ্গেই বিদায় ঘণ্টা বেজে গেল দলের দুই গুরুত্বপূর্ণ চরিত্রের। ম্যাচ শেষে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি। আর আগে থেকেই হেড কোচ রাহুল দ্রাবিড়ের বিদায় নিশ্চিত হয়েই গিয়েছিল। তবে এই টুর্নামেন্ট মনে রাখবে গোটা বিশ্ব। দেশের মাটি থেকে ভারতীয় ক্রিকেট দলকে এই বার্তাই দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর ড্রেসিংরুমে গিয়ে পুরো দলকে স্বান্তনা দিয়েছিলেন মোদী। এদিন ভিডিও বার্তায় ভারতকে শুভেচ্ছা জানালেন তিনি।
তিনি বলেন, “এই ভারতীয় দলকে নিয়ে আমরা গর্বিত। দল বিশ্বকাপ জয়ের পাশাপাশি আমাদের হৃদয়ও জিতে নিয়েছে। ১৪০ কোটির দেশ তোমাদের নিয়ে গর্বিত। তোমরা একটাও ম্যাচ হারোনি। যেটা ছোট বিষয় নয়। এটা একটা অসাধারণ জয়। পুরো দলকে আমার শুভেচ্ছা।”
টি২০ বিশ্বকাপ ২০২৪ জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাঃ
এই নিয়ে দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জিতল ভারত। এর আগে টি২০ বিশ্বকাপের প্রথম এডিশন ২০০৭-এ ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তার পর থেকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার