নিজস্ব সংবাদদাতাঃ নতুন অধিনায়ক করেও মনখারাপ কেকেআর সমর্থকদের। মোহালিতে প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু হল কলকাতার। বৃষ্টির জন্য ডাক-ওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী মাত্র ৭ রানে হারতে হল নীতিশ রানাদের।
প্রথমে ব্যাট করতে নেমে ২৩ রান করে আউট হন প্রভসিমরন সিং। এরপরই ম্যাচের হাল ধরেন অধিনায়ক শিখর ধাওয়ান ও ভানুকা রাজাপক্ষে। দ্বিতীয় উইকেটের জুটিতে তারা মোট ৮৬ রান যোগ করেন। ধাওয়ান ৪০ রান করে আউট হলেও ভানুকা (৫০) রান করেন। স্যাম কারান ২৬ রান করে শেষদিকে অপরাজিত থাকেন। এর সুবাদেই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে পঞ্জাব। কেকেআরের হয়ে উমেশ যাদব আঁটোসাঁটো বোলিং করেন। টিম সাউদি ২ উইকেট নিলেও ৫৪ রান দেন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র মাত্র ২৯ রানে ৩ উইকেট হারায় কেকেআর। মনদীপ সিং (২), অনুকূল রায় (৪), রহমানুল্লাহ গুরবাজ (২২) কেউই উইকেটে থিতু হতে পারেননি। এরপরেই ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে বরুন চক্রবর্তীর পরিবর্ত হিসেবে বেঙ্কটেশ আইয়ারকে নামানো হয়। অধিনায়ক নীতিশ রানার সঙ্গে জুটি বেঁধে তিনি ইনিংস এগিয়ে নিয়ে যান। অধিনায়কের উইকেট হারাতেই আন্দ্রে রাসেলের আগে রিঙ্কু সিংকে নামানো হয়। কিন্তু তিনিও মাত্র ৪ রান করে আউট হন। এরপর দ্রে রাস ও বেঙ্কটেশ ৫০ রানের পার্টনারশিপ করে ইনিংস এগিয়ে নিয়ে যান। কিন্তু যখন রাসেল ভয়ঙ্কর হয়ে উঠছেন সেই সময়েই স্যাম কারানের বলে ১৯ বলে ৩৫ রান করে আউট হন রাসেল। এরপর বেঙ্কটেশ আইয়ারও ক্রিজে টিকতে পারেননি (৩৪)। এরপর বৃষ্টি নামায় আর খেলা শুরু করা যায়নি। মাত্র ৭ রানে হারতে হয় কেকেআরকে।