অলস্পোর্ট ডেস্কঃ পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিং শুক্রবার চিঠি লেখেন বিসিসিআই-র সভাপতি রজার বিনিকে। এই চিঠিতে তিনি বিসিসিআই-র কাছে অনুরোধ করেছেন পঞ্জাবে বিশ্বকাপের কয়েকটি খেলা দেওয়ার জন্য।
বছরের শেষে ভারতে হতে চলেছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। কিন্তু বিসিসিআই-এর তরফে বিশ্বকাপের একটা ম্যাচও পায়নি পঞ্জাবের মোহালি স্টেডিয়াম। সেই নিয়েই গুরমিত সিং বিসিসিআই সভাপতি রজার বিনিকে চিঠি লেখেন। তিনি চিঠিতে জানান, তাঁর রাজ্যে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ দেওয়ার জন্য। তিনি লেখেন, মোহালির মত একটি ঐতিহ্যবাহী স্টেডিয়ামে মূল খেলা না দিয়ে প্র্যাকটিস ম্যাচ দেওয়ার কোনও মানে হয় না।
চিঠিতে তিনি লেখেন,‘‘পঞ্জাব সারা বিশ্বে বিখ্যাত তাঁদের ঐতিহ্যের জন্য। এই রাজ্য আতিথেয়তা এবং সাহসিকতার আদর্শে অটল। গুরু, সাধু, দার্শনিক এবং কবিদের আশীর্বাদ প্রাপ্ত এই রাজ্য।’’
২০২৩ বিশ্বকাপের ম্যাচ পাওয়ার জন্য একগুচ্ছ যুক্তি তুলে ধরেন তিনি। বলেন, “আমাদের রাজ্য থেকে বিষাণ সিং বেদি, মোহিন্দর অমরনাথ, মদনলাল, নভজ্যোত সিং সিধু, হরভজন সিং, যুবরাজ সিং, অর্শ্বদীপ সিং এবং শুভমান গিলের মত খেলোয়াড় উঠে এসেছে। তাঁরা উজ্জ্বল করেছে ভারতীয় ক্রিকেট দলের নাম। আম আদমি দলের নেতা লেখেন, পঞ্জাবের খেলার পরিকাঠামো বিশ্বের সেরাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলে।
তিনি চিঠিতে আরও লেখেন, “মোহালিতে পিসিএ স্টেডিয়ামে এর আগে দুটো ওয়ার্ল্ডকাপ সেমিফাইনাল ম্যাচ হয়েছে। একটা ১৯৯৬ বিশ্বকাপে এবং অপরটি ২০১১-তে। এছাড়াও ২০১৬-তে টি২০ ওয়ার্ল্ডকাপের দুটো ম্যাচ হয়েছিল মোহালিতে।“
বিসিসিআই-এর সহসভাপতি রাজীব শুক্লা এর আগে জানিয়েছিলেন, পঞ্জাবের একমাত্র স্টেডিয়াম মোহালি অনেক আন্তর্জাতিক খেলার আয়োজন করেছে। কিন্তু যে মানের পরিকাঠামো বিশ্বকাপের জন্য দরকার তা মোহালিতে নেই। এই কারণেই ওয়ার্ল্ড কাপের কোনও ম্যাচ পঞ্জাবে দেওয়া হয়নি।
এই কথার বিরোধিতা করে গুরমিত সিং বলেন, খেলা দেওয়ার জন্য আইসিসি-র কী কী শর্ত পূরণ হয়নি তা জানাতে। এবং তিনি এও লেখেন আইসিসি যাতে পিসিয়াই স্টেডিয়াম পরিদর্শন করে যায়। তিনি এও বলেন, ‘‘ক্রিকেট ভক্তদের কাছে মোহালি খুব প্রিয় একটা স্টেডিয়াম। এখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে আর খেলা দেখতে আসা মানুষদের জন্য ভাল হোটেলও আছে।’’
গুরপ্রিত সিং জানান রাজনৈতিক কোনও কারণে মোহালিতে খেলা দেওয়া হয়নি। যদি কোনও খেলা মোহালিতে না দেওয়া হয় তাহলে পঞ্জাব সরকার বিসিসিআই-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার