অলস্পোর্ট ডেস্ক: ঘরের মাঠে টানা চতুর্থ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। আর শেষ পর্যন্ত এই ম্যাচেই বসানো হল মিচেল স্টার্ককে। পুরে আইপিএল-এ এখনও পর্যন্ত সাফল্য আসেনি স্টার্কের। কিন্তু ২৪ কোটির প্লেয়ারকে বসাতে কিছুটা সময় নিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় দলে এলেন দুষ্মন্থ চামিরা। এদিন তাঁর অভিষেক ম্যাচও এটিই। অন্যদিক থেকে দেখতে গেলে এই লড়াই দুই বলিউড তারকারও। রূপোলি পর্দায় যাঁদের একটা সময় দেখা গিয়েছে রোমান্স করতে তাঁরাই রিয়েল লাইফে ক্রিকেট যুদ্ধে কোনও সুযোগ ছাড়তে নারাজ। ম্যাচের দিনই শহরে পৌঁছে গিয়েছেন শাহরুখ খান ও প্রীতি জিন্টা। তার আগে শুক্রবারের সন্ধেয় ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাব অধিনায়ক স্যাম কুরান।
এদিন টস জিতে স্যমা কুরান বলেন, ‘‘ছেলেরা এইরকম মাঠে খেলার জন্য বেশ উত্তেজিত। লিয়াম লিভিংস্টোন এই ম্যাচে খেলছে না তাঁর জায়গায় খেলবে বেয়ারস্টো। আমরা জানি আজ রাতে আমাদের ব্যাটারদের সেরা পারফর্মেন্স করতে হবে।’’
কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, ‘‘এই মরসুমে যেটা আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে তা হল প্রত্যেকে ভাল খেলছে এবং পারফর্ম করেছে, চাপের মধ্যে পরিস্থিতি যাই হোক না কেন, এবং তারা তাদের সেরাটা দিচ্ছে। শেষ খেলায় স্টারসির আঙুল কেটে গিয়েছিল সে কারণে তাঁর জায়গায় দলে এসেছে দুষ্মন্থ চামেরা। আমরা একই ফর্ম এবং গতি বজায় রাখতে চাই।’’
কেকেআর একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, আঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, দুষ্মন্থ চামিরা, বরুণ চক্রবর্থী, হর্ষিত রানা
পিবিকেএস একাদশ: স্যাম কুরান, জনি বেয়ারস্টো, রিলি রোসো, জিতেশ শর্মা, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আর্শদীপ সিং
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার