অলস্পোর্ট ডেস্ক: ভারতের হয়ে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন আর সাই কিশোর। মঙ্গলবার এশিয়ান গেমস ২০২৩-এ নেপালের বিরুদ্ধে জাতীয় দলেরা জার্সিতে অভিষেক হল তাঁর। প্রথম দেশের জার্সি গায়ে খেলতে নামার আগে আবেগে ভাসলেন সাই কিশোর। ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাচ্ছিলেন ভারতীয় দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা। আর তখনই দেখা গেল তিনি কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
হ্যাংঝৌতে ম্যাচ শুরুর আগে দুই দল সারিবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। জাতীয় সঙ্গীত শুরু হতেই সাই কিশোরের চোখে জল ছিল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, ভক্তরাও তাঁর আবেগে আবেগান্বিত হয়ে পড়েন। ঘরোয়া ক্রিকেটের তারকা কিশোরের তাঁরাও খুশি। এমনকি দীনেশ কার্তিকও সাই কিশোরকে অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আর সাই কিশোর ভারতের হয়ে মোট চার ওভার বোলিং ২৫ রান দিয়ে তুলে নেন নেপালের ওপেনিং ব্যাটার কুশল ভুর্টেলের উইকেট। খালি হাতে ফিরতে হয়নি তাঁকে।
কার্তিক, সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘সাই কিশোরের ভারতীয় দলে সুযোগ পাওয়াটা তাঁর বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রমের একটি পুরস্কার। যারা কঠোর পরিশ্রম করে তাদের ফেরত দেওয়ার উপায় ঈশ্বরের আছে। এই অবিশ্বাস্য খেলোয়াড় সাইকে যিনি সাদা বলে ঘরোয়া ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছেন একজন সুপারস্টার এবং আমি তার জন্য খুশি। সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম তার নাম প্রথম এগারোতে, আমি এটা দেখে আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম। আপনি চান কিছু লোক ভাল করুক, আমি সবসময় আমার তালিকার শীর্ষে রেখেছিলাম তাকে।’’
‘‘আমি তাকে একজন ভারতীয় ক্রিকেটার হতে দেখে খুব খুশি এবং তার কাছ থেকে কেউ এটি কেড়ে নিতে পারবে না। এগিয়ে যাও সাই, “তিনি লিখেছেন।
এদিন ভারত নেপালের বিরুদ্ধে ২৩ রানে সহজ জয় তুলে নেয়। যশস্বী জয়সওয়াল ৪৮ বলে সেঞ্চুরি হাঁকান। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার