অলস্পোর্ট ডেস্ক: তিনি যে বাকিদের থেকে আলাদা সেটাও আরও একবার প্রমাণ করলে। খেলার বাইরে নিজেকে সাধারণ মানুষের মধ্যেই রাখতে ভালবাসেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়। যিনি শুক্রবার বেঙ্গালুরুতে ভোট দিলেন। চলতি লোকসভা নির্বাচনের জন্য ভোট দেওয়ার সুযোগ পাওয়ার আগে দ্রাবিড়, একজন সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়েছিলেন। তিনি জনগণকে ভোট দিতেও আহ্বান জানান।
ভোট দেওয়ার পরে, দ্রাবিড় মিডিয়ার সঙ্গে কথা বলেন এবং বলেন, “সবাইকে বেরিয়ে আসতে হবে এবং ভোট দিতে হবে। এটি একটি সুযোগ যা আমাদের গণতন্ত্রের অধিকার দেয়।” দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ এবং কিংবদন্তি ভারতীয় স্পিনার অনিল কুম্বলেও বেঙ্গালুরুতে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে শুক্রবার কর্ণাটকের ১৪টি আসনে ভোট হচ্ছে।
কর্ণাটক, যা ৫৪৩-সদস্যের সংসদে ২৮টি আসন, দু’টি ধাপে ভোটগ্রহণের সাক্ষী হবে যেখানে আজ ১৫টি আসনে ভোটগ্রহণ করা হবে – উডুপি চিকামাগালুর, হাসান, দক্ষিণ কন্নড়, চিত্রদুর্গ, তুমকুর, মান্ডা, মহীশূর, চামরাজানগর, ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর উত্তর, ব্যাঙ্গালোর সেন্ট্রাল, ব্যাঙ্গালোর দক্ষিণ, চিকবল্লাপুর, কোলার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





