অলস্পোর্ট ডেস্ক: আবারও খারাপ আবহাওয়ার স্বীকার কলকাতা নাইট রাইডার্স। শেষ ম্যাচে শনিবার ঘরে মাঠে প্রবল বৃষ্টির জন্য ম্যাচ দেড়িতে শুরু হওয়ার পাশাপাশি ১৬ ওভারে নামিয়ে আনা হয়েছিল। মধ্যরাতে শেষ হয় ম্যাচ। এর পর সোমবারই ছিল গুজরাতের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। সেখানেও বাধ সাধল খারাপ আবহাওয়া। ইতিমধ্যে পিছিয়ে গিয়েছে টসের সময়ও। সন্ধে ৭.১০-এ মাঠের কভার সরিয়ে নেওয়া হলেও ৭.৫০-এ আবার বৃষ্টি শুরু হওয়ায় মাঠ ঢেকে ফেলা হয়। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে প্রবল হাওয়া ও বজ্রপাতের কারণে কোনওভাবেই খেলা শুরু করার মতো পরিস্থিতি নেই।
যদিও ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে কলকাতা। তবে কলকাতার জন্য খারাপ খবর দেশে ফিরে যেতে হচ্ছে সফলতম ব্যাটার ফিল সল্টকে। ওপেনিংয়ে সুনীল নারিনের সঙ্গে এতদিন তিনিই ভরসা দিয়েছেন দলকে। বড় রান রয়েছে তাঁর নামের পাশে। তবে তাঁর পরিবর্তে কে তুলে নেবেন কেকেআর-এর ওপেনিংয়ের দায়িত্ব। নাম উঠে আসছে গুরবাজের। যদিও তিনি এই মরসুমে তেমনভাবে খেলার সুযোগ পাননি।
অন্যদিকে এই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ যে গুরুত্বহীন তা নয়। প্লে-অফে পৌঁছে গেলেও আরও একটা লক্ষ্য রয়েছে কেকেআর-এর সামনে। সেটা হল লিগ টেবলের সেরা দু’য়ে থাকা। এই মুহূর্তে শীর্ষেই রয়েছে দল। এই ম্যাচ জিততে পারলে সেরা দুই নিশ্চিত হয়ে যাবে। তাহলেই কোয়ালিফায়ার ওয়ান খেলাও নিশ্চিত হয়ে যাবে। যার ফল ফাইনালের পথে সুযোগ বেড়ে যাবে।
তবে এখন দেখার কখন ম্যাচ শুরু হয়। ম্যাচ দেড়িতে শুরু হলে হিসেব সেই একই। রাত ৮.৩০-র মধ্যে ম্যাচ শুরু করা গেলে পুরো ওভারই খেলা হবে। তার পর হলে কমতে শুরু করবে ওভার। শেষ পর্যন্ত ৫-৫ ওভার খেলা হতে পারে যদি ১০.৫৬-তে খেলা শুরু করা যায়। এই মুহূর্তে যা খবর তাতে বৃষ্টি কমেছে। মাঠ শুকনোর জন্য সুপার সপার নামানো হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার