Saturday, February 15, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটম্যাচ হেরে বৃষ্টির দিকে আঙুল তুললেন নীতিশ রানা

ম্যাচ হেরে বৃষ্টির দিকে আঙুল তুললেন নীতিশ রানা

নিজস্ব সংবাদদাতাঃ প্রথম ম্যাচেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে কলকাতা নাইট রাইডার্স ৭ রানে হেরে গেল। এই মরশুমে দুই দলই তাদের নতুন অধিনায়কের নেতৃত্বে অভিযান শুরু করেছিল। শ্রেয়স আইয়ারের বদলে কলকাতার নেতৃত্ব সামলেছিলেন নীতিশ রানা। কিন্তু প্রথম ম্যাচেই ব্যর্থ হতে হল তাঁকে।

ম্যাচ হেরে নীতিশ রানা বললেন, ‘বল দিয়ে অনুকুলকে ব্যবহার করার কথা ভাবছিলাম কিন্তু এর জন্য সঠিক পরিস্থিতি খুঁজে পাইনি। রাসেলকে ডেথ ওভারে বল করতে দিতে চেয়েছিলাম কিন্তু কোনও ইনজুরির কারণে সেটা হয়ে ওঠেনি। আমি শুধু আমার পাঁচজন প্রধান বোলারের সঙ্গেই কাজ চালিয়েছি। তারা ভালো ব্যাটিং করেছে। তারা আমাদের থেকেও ভালো করে উইকেটটা কাজে লাগিয়েছে। বৃষ্টি না এলে হয়তো অনেক কিছুই হতে পারত বা ম্যাচে যে কোনও কিছুই ঘটতে পারত। বেঙ্কটেশ দুর্ভাগ্যবশত আউট হয়ে যান। আমরা ডিএলএস-এ এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম সেই কারণেই চালিয়ে খেলছিলাম।’

কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন বলেন, ‘সামগ্রিকভাবে এটি একটি ভালো খেলা ছিল। এটি থেকে প্রচুর শিখতে পেরেছি। সবে মাত্র মরশুমের প্রথম খেলা হল।’ এরপরে ৬ এপ্রিল ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্সে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এখন দেখার পঞ্জাব ম্যাচ থেকে শিক্ষা নিয়ে নাইটরা কতটা ঘুরে দাঁড়ায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments