অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার গায়ানায় ম্যাচের টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও ভারত মুখোমুখি হওয়ায় দুই দলের সামনেই সব থেকে বড় প্রতিবন্ধকতা বৃষ্টি। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ ২০২৪-এর সেমিফাইনাল জিতে ফাইনালে যাওয়ার লক্ষ্যের পাশাপাশি গতবছর বিশ্বকাপ হাতছাড়া হওয়ার যন্ত্রণা থেকে মুক্তির লক্ষ্যও থাকবে ভারতের সামনে। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে প্রথম সেমিফাইনাল কোনও প্রতিবন্ধকতা ছাড়া হয়ে গেলেও এই ম্যাচে গায়ানায় ম্যাচে প্রচুর বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে। এমনকি সকাল থেকে বৃষ্টি চলছেই, ঢাকা রয়েছে পুরো মাঠ। বিশেষ করে সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হওয়ার পর (স্থানীয় সময়) এক দিন আগে গায়ানায়ও বৃষ্টি হয়েছিল এবং দ্বিতীয় সেমিফাইনালের সময়ও একই রকম প্রত্যাশিত।
ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের আগে গায়ানার আবহাওয়া রিপোর্টে অ্যাকুওয়েদারের মতে, ভেন্যুতে সারাদিন, এমনকি সকালের দিকে বৃষ্টি প্রত্যাশিত কিন্তু স্থানীয় সময় সকাল ন’টার (ভারতীয় সময় সন্ধে ৬.৩০) পরে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে৷ স্থানীয় সময় সকাল ১১টা (ভারতীয় সময় রাত ৮.৩০) বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ হবে এবং দুপুর 12টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
ভারত বনাম ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ ২০২৪ সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দু’টি সেমিফাইনালের কোনওটির জন্য একটিও রিজার্ভ ডে রাখেনি। তবে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি শেষ হতে প্রায় চার ঘণ্টা অতিরিক্ত সময় পাবে। ম্যাচ থেকে ফলাফল পেতে হলে দুই দলকে কম করে ১০ ওভার করে খেলতেই হবে। মানে মোট ২০ ওভারের ম্যাচ হতে হবে।
সে ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে কেউ ১০ ওভার পর্যন্ত ব্যাট করার সুযোগ না পেলে ম্যাচটি পরিত্যক্ত বলে বিবেচিত হবে। ম্যাচ ওয়াশআউট হয়ে গেলে টিম ইন্ডিয়া নিশ্চিতভাবে ফাইনালে পৌঁছে যাবে। এবং ইংল্যান্ড ছিটকে যাবে। এই সিদ্ধান্ত নেওয়া হবে গ্রুপ পর্বের ফলাফলের উপর দাঁড়িয়ে। যেখানে ভারত শীর্ষে ছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার