নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলে ফের শীর্ষে রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল তারা। এ দিকে চেন্নাই সুপার কিংস হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। তারা উঠে এসেছে চার নম্বরে। দুই নম্বরে রয়েছে লখনউ সুপারজায়ান্ট। তিনে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত। কেকেআর রয়েছে পয়েন্ট টেবলের ছয় নম্বরে। মুম্বই ইন্ডিয়ান্স দুই ম্যাচ হেরে রয়েছে আট নম্বরে। দিল্লি পরপর তিন ম্যাচ হেরে রয়েছে নয় নম্বরে। সবার শেষে রয়েছে সানরাইজার্স।তারাও দুই ম্যাচেই হেরেছে।
অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে রয়েছে রুতুরাজ গায়কোয়ার। দ্বিতীয় স্থানে রয়েছে ডেভিড ওয়ার্নার। দিল্লি হারলেও অধিনায়ক নিজের ব্যাটিং দিয়ে মুগ্ধ করছে। জস বাটলার রয়েছেন তিন নম্বরে। এরপরেই রয়েছে কাইল মেয়ার্স। শিখর ধাওয়ান রয়েছে পাঁচ নম্বরে।
অন্যদিকে বেগুনি টুপির দৌড়ে এক নম্বরে উঠে এসেছে যুজবেন্দ্র চাহাল। ৩টি ম্যাচ খেলে তিনি মোট ৮ উইকেট নিয়েছেন। এরপরেই রয়েছেন ইংরেজ পেসার মার্ক উড। তিনি মোট ৫টি উইকেট নিয়েছেন। কেকেআরের বরুন চক্রবর্তী রয়েছে চার নম্বরে। পাঁচে রয়েছে রশিদ খান।