Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটরবিচন্দ্রন অশ্বিন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নির্বাচিত না হওয়া নিয়ে মুখ খুললেন

রবিচন্দ্রন অশ্বিন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নির্বাচিত না হওয়া নিয়ে মুখ খুললেন

অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপ ২০২২-এ রবিচন্দ্রন অশ্বিন আবার সংক্ষিপ্ত ফর্ম্যাটের খেলায় ফিরেছিলেন। আইপিএলের ফর্মের উপর ভিত্তি করে অশ্বিন ভারতের টি২০ বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন গতবছর। ফলে তাঁর এই কৃতিত্ব পুরোপুরিভাবে উড়িয়ে দেওয়া যায় না ৫০ ওভারের ফর্ম্যাটেও। তবু ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর নির্বাচিত প্লেয়ারদের তালিকায় নাম এল না এই অফ-স্পিনারের।

ওয়ানডে ফর্ম্যাটে অশ্বিনের অনুপস্থিতি সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হলে, বিশেষ করে বিশ্বকাপ প্রসঙ্গে, অশ্বিন জানান যে তিনি অনেক আগেই ভেবে নিয়েছিলেন যে এই জাতীয় চিন্তাভাবনাকে কোনও গুরুত্ব দেবেন না। ওয়ানডে বিশ্বকাপ নির্বাচনে তাঁকে দলে না রাখায় তাঁর কেমন লাগছে জানতে চাওয়া হলে অশ্বিন বলেন, ‘‘আমি তেমন কিছুই ভাবিনি এবিষয়ে, কারণ দল নির্বাচন করা আমার কাজ নয়।’’

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এদিন অশ্বিন বলেন, ‘‘আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার হাতে যেটা নেই তা নিয়ে আমি ভাববো না। আমি আমার জীবনে এবং আমার ক্রিকেটে দু’য়েই খুব ভাল জায়গায় রয়েছি এবং আমি নেতিবাচক চিন্তাভাবনা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি।’’

‘‘আমি বর্তমানে বাঁচি এবং কোনও কাজ অসমাপ্ত রাখি না। তবে এটা সত্যিই যে আমি বিশ্বকাপ না খেললেও ভারত আবার বিশ্বকাপ জিতলে আমার ভাল লাগবে,’’ বলেছেন আইকনিক স্পিনার অশ্বিন।

অশ্বিনকে তাঁর পুরানো একটি মন্তব্য সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়, যেখানে তিনি বলেছিলেন যে তিনি অতীতে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন একবার। সেই বক্তব্যে অভিজ্ঞ স্পিনার মুখ খোলেন এবং তাঁর বর্তমান মানসিক চিন্তাধারা সম্পর্কেও আপডেট দেন।

তিনি বলেন, ‘‘আমার মনে হয় আপনি দু’টি জিনিস একসঙ্গে গুলিয়ে ফেলেছেন। আমি চোটের কারণে অবসর নেওয়ার কথা ভাবিনি। সম্ভবত এটির একটি কারণ ছিল, আমি নিশ্চিত ছিলাম না যে আমি কীভাবে সুস্থ হব কারণ আমি তো আর চিকিৎসক নই। তারপরে আমার কর্মজীবনে বেশকিছু অনিশ্চয়তা দেখা দিয়েছিল এবং আমি সেটা নিয়ে ভাবছিলাম। নেগেটিভ চিন্তা করা খুব সহজ, ভাবতে ভাবতে এমন একটি পর্যায়ে নিয়ে যায় যেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আমি হয়তো এটি থেকে ফিরে আসতে পারব না। তবে এটি কেবল একটি নেগেটিভ চিন্তা ছিল। কিন্তু এই মুহূর্তে, আমার মনে হয় যে আমি সত্যিই ভাল বোলিং ও ব্যাটিং করছি। নতুন নতুন অভিঞ্জতা হচ্ছে, প্রতিদিন একটু একটু করে আমি শিখছি।’’

‘‘কোভিডের পর থেকে, খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, এবং গত তিন বছর ধরে একটানা ক্রিকেট খেলেছি। আসলে এবার আমি একটি সঠিক বিশ্রাম পেয়েছি, আমি বাড়িতে থাকতে চাই, ক্লাব ক্রিকেট খেলতে চাই এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে চাই এবং তারপরে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে আমাকে,’’ তিনি এই বলে শেষ করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments