অলস্পোর্ট ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুটা মোটেও ভাল হল না ভারতীয় ক্রিকেট দলের। এক কথায় এখনও পর্যন্ত গৌতম গম্ভীরের ভারতীয় দলের কোচ হিসেবে যাত্রা আশানুরূপ হল না। বৃহস্পতিবার চেন্নাইয়ের পি দিম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। প্রথম ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক শান্ত। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই হতাশাই ছিল ভারতীয় দলের সঙ্গী। দলের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। রান পেলেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল। টপ অর্ডারে সাময়িক ভরসা দিলেন যশস্বী জয়সওয়াল। আর ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিলেন দলের দুই মিডল অর্ডার। ১৪৪-৬ থেকে তাঁরা দিন শেষ করলেন ৩৩৯-৬-এ।
এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন জয়সওয়াল ও রোহিত। রোহিত ৬ রান করে আউট হয়ে গেলেও উল্টোদিকে টিকে থাকেন যশস্বী। এর পর রানের খাতা না খুলেই ফিরে যান শুবমান গিল। চার নম্বরে নেমে ৬ রানে ফেরেন বিরাট কোহলিওয় মাঝে ঋষভ পন্থ কিছুটা রান করার চেষ্টা করেন। ৩৯ রান করে আউট হন তিনি। তবে যশস্বীর সঙ্গে ৯৯ বলে ৬২ রানে পার্টনারশিপ তৈরি করতে সমর্থ হন। যশস্বী ফেরেন ৫৬ রানে। দীর্ঘ দিন পর ভারতীয় জার্সিতে ফেরা কেএল রাহুলও এদিন হতাশ করলেন। করলেন মাত্র ১৬ রান। এখান থেকেই ভারতীয় দলের হাল ধরেন রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
১৪৪ রানে ৬ উইকেট চলে গিয়েছিল ভারতের। ভারতের সব তারকা ব্যাটারদের একাই নাস্তানাবুদ করে দেন হাসান মাহমুদ। চার উইকেট তুলে নেন তিনি। তাঁর শিকার রোহিত, শুবমান, বিরাট ও পন্থ। টপ অর্ডারকে একাই প্যাভেলিয়নে ফেরান তিনি। উইকেটের পিছনে ততটাই তৎপর ছিলেন লিটন দাস। মাহমুদের চার উইকেটের তিনটিই ছিল লিটনের ক্যাচ। বাকি উইকেট নেন নাহিদ রানা ও হাসান মিরাজ। তবে জাডেজা ও অশ্বিনকে আউট করার মন্ত্র দ্রুত খুঁজে পাননি বাংলাদেশ বোলাররা। যার ফল দিনের শেষে দু’জনেই ব্যাটে দাপট দেখালেন। সেঞ্চুরি হাঁকালেন অশ্বিন। হাফসেঞ্চুরির গণ্ডি পেরিয়ে গেলেন জাডেজা।
ওয়ান ডে-র মতো ব্যাটিং করলেন রবিচন্দ্রন অশ্বিন। ১০৮ বলে সেঞ্চুরি করে ফেললেন অশ্বিন। তাঁকে যোগ্য সঙ্গত রবীন্দ্র জাডেজার। উল্টোদিক থেকে টানা সমর্থন করে গেলেন। দিনের শেষে ১১২ বলে ১০২ রান করলেন ১০টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। অন্য়দিকে একই সংখ্যক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি নিয়ে ১১৭ বলে ৮৬ রান করলেন জাডেজা। দু’জনেই অপরাজিত থাকলেন দিনের শেষে সঙ্গে মান রক্ষা করলেন ভারতীয় টেস্ট দলের। প্রথমদিনের খেলা শেষ হল ৮০ ওভারে। দিনের শেষে ভারত ৩৩৯-৬।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাহ, আকাশদীপ সিং, মহম্মদ সিরাজ
বাংলাদেশ: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার