Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা অশ্বিনের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা অশ্বিনের

অলস্পোর্ট ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গেই ভারতীয় ক্রিকেটে শেষ হল একটা যুগের। বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-এর তৃতীয় টেস্ট শেষেই তাঁর জীবনের বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই অবসরে চলে গেলেন তিনি বুধবার (১৮ ডিসেম্বর)। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের ড্র হওয়ার পরে তিনি তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

টেস্ট ক্রিকেটে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী, অশ্বিন ১৪ বছরের কেরিয়ার শেষ করলেন ১০৬ টেস্টে ৫৩৭টি উইকেট নিয়ে। যার মধ্যে শেষটি অ্যাডিলেডে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে ছিল। তাঁর উইকেট সংখ্যা তাঁকে সর্বকালের সেরাদের তালিকায় সপ্তম স্থানে রেখেছে।

অশ্বিন ভারতের হয়ে ১১৬টি ওডিআই এবং ৬৫টি টি-টোয়েন্টিতে যথাক্রমে ১৫৬ এবং ৭২টি উইকেট নিয়েছিলেন। কিন্তু লাল বলের ফর্ম্যাটেই তিনি ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। টেস্ট ক্রিকেটে তাঁর ৩৭টি পাঁচ উইকেট শিকারের সংখ্যা শেন ওয়ার্নের সঙ্গে যৌথ-দ্বিতীয় সেরার স্বীকৃতি দিয়েছে, এবং মুথাইয়া মুরালিধরনের ৬৭ এই তালিকায় সর্বোচ্চ।

অশ্বিনের টেস্ট ক্রিকেটে ৩৫০৩ রান রয়েছে, যার মধ্যে রয়েছে ছয়টি সেঞ্চুরি ও ১৪টি অর্ধশতক। একই টেস্টে সবচেয়ে বেশি (৪) সেঞ্চুরি এবং ফিফারের ভারতীয় রেকর্ড তাঁর দখলে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments