অলস্পোর্ট ডেস্ক: সাদা বলের ক্রিকেটে আরও একবার নিজেকে প্রমান করলেন রবিচন্দ্রন অশ্বিন । ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ওডিআই-তে তিন উইকেট নেন অশ্বিন। সেই সঙ্গে ভেঙে দেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের রেকর্ড। দীর্ঘদিন ৫০ ওভারের ফর্ম্যাটে খেলেননি অশ্বিন। ফিরে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর শক্তিশালী পারফর্মেন্স সকলকে আর একবার ভাবাচ্ছে তাঁর আইসিসি বিশ্বকাপ দলে না থাকা নিয়ে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রানে তিন উইকেট নেন অশ্বিন, যা ভারতকে ৯৯ রানে জিততে (ডিএলএস) অনেকটা সাহায্য করে। এদিনের তিন উইকেট নেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অশ্বিনের মোট উইকেট সংখ্যা হল ১৪৪।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ১৪২ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও একটি দলের বিরুদ্ধে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড ছিল অনিল কুম্বলের। এখন সেই রেকর্ড অশ্বিনের দখলে। কুম্বলের পরে রয়েছেন কপিলদেব যিনি পাকিস্তানের বিপক্ষে মোট ১৪১ টি উইকেট নিয়েছেন।
অশ্বিনের এরকম পারফর্মেন্স-এর পরে অনেকেই আসা করছেন তিনি আইসিসি বিশ্বকাপ ২০২৩ দলে জায়গা করে নেবেন। কিন্তু প্রাক্তন অস্ট্রেলিয়ান কাপ্টেন অ্যারন ফিঞ্চ এমনটা মনে করেন না। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় এটা পুরো পারফর্মেন্সের ওপর নির্ভর করে। এবং বিশ্বকাপ দল বাছাইয়ে আপনাকে আগের খেলাও দেখতে হবে। তবে আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে বেশি না ভাবাই ভাল কারণ ভারতের বিশ্বকাপ দল বাছাই হয়ে গিয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘আমি মনি করি সে বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করছে। কিন্তু সে এমন একজন প্লেয়ার যে অনেক বেশি ম্যাচ খেলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই বর্তমান সিরিজে ভারতীয় দলে অশ্বিনের সঙ্গে থাকা দলের বাকি সদস্যরা তাঁর থেকে বড় ম্যাচ সম্পর্কে অনেক কিছু শিখতে পারে। কারণ অশ্বিন এমন একজন প্লেয়ার যে বড় যে কোনও খেলায় ঘুরে দাঁড়ায়। সেটা টেস্ট ম্যাচ হোক বা টি২০, এটা তাঁর পুরো কেরিয়ার দেখলেই বোঝা যায়। তাই বিশ্বকাপে সে দলের মেন্টর হিসেবে থাকলে আমি অবাক হব না। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে আমি ১৫ জনের দলে দেখতে পাচ্ছি না।’’
অক্ষর প্যাটেলের চোটের কারণে আসন্ন বিশ্বকাপে ১৫ জনের জাতীয় দলে জায়গা পেতে পারেন অশ্বিন বলেও মনে করা হচ্ছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার