অলস্পোর্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরো দাপটের সঙ্গে ইনিংস শুরু করল ভারত। টস জিতে ভারতকে ফিল্ডিং করতে পাঠায় ক্যারিবিয়ানরা। আর সেই সঙ্গে ভারতের জার্সিতে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় বোলার রবিচন্দ্রণ অশ্বিন । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের রেকর্ড করলেন তিনি। এদিনের ম্যাচে তিনি ২৪.৩ ওভারে মাত্র ৬০ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন। ডমিনিকাতে শুরু থেকে শেষ পর্যন্ত উইকেট তাঁরই দখলে ছিল। তাঁর বোলিং-এ আউট হন ক্রেগ ব্রেথওয়েট, ত্যাজিনারিন চন্দ্রপল, অলিক অ্যাথানেজ, জেসন হোল্ডার এবং জোমেল ওয়ারিকান।
বুধবার ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের রেকর্ড ভাঙলেন ভারতীয় পেসার রবিচন্দ্রণ অশ্বিন। এই নিয়ে তিনি ৩৩ বার টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন। অ্যান্ডরসনের রেকর্ড ছিল ৩২ বারের।
টেস্টের ইতিহাসে শ্রীলঙ্কার বোলার মুথাইয়া মুরালিধরন মোট ৬৭ বার টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার স্পিনার শেন ওয়ার্ন(৩৭), নিউজিল্যান্ডের অল রাউন্ডার রিচার্ড হ্যাডলি(৩৬), ভারতের অনিল কুম্বলে(৩৫), শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের।
বুধবার অশ্বিন দিনের প্রথম উইকেট নেন ত্যাজিনারিন চন্দ্রপলের। এই উইকেট নেওয়ার সঙ্গেই অশ্বিন আরও একটি রেকর্ড গড়ে তুললেন। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার শিবনারাইন চন্দ্রপলকে আউট করেছিলেন তিনি। বুধবার সেই শিবনারাইনের ছেলের উইকেট নিলেন তিনি। ত্যাজিনারিনকে আউট করার সঙ্গে সঙ্গে অশ্বিন ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম বোলার হিসাবে এই কীর্তি গড়লেন। টেস্ট ক্রিকেটে শিবনারাইনকে চার বার আউট করেছেন অশ্বিন। ইংল্যান্ডের ইয়ান বথাম, পাকিস্তানের ওয়াসিম আক্রম, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার সিমন হার্মারের এই কৃতিত্ব রয়েছে।
এই নিয়ে অশ্বিন পাঁচ বার টেস্টের একটি ইনিংসে পাঁচ উইকেট নিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারতীয় স্পিনার হরভজন সিং-এরও রয়েছে এই রেকর্ড। অশ্বিনের সামনে সুযোগ রয়েছে হরভজনের রেকর্ড টপকে যাওয়ার। হরভজন ভারতের জার্সিতে সব ধরনের ক্রিকেট মিলিয়ে উইকেট নিয়েছিলেন ৭১১টি। আর ১০টি উইকেট নিলেই হরভজনকে টপকে যাবেন অশ্বিন। তবে এই তালিকার শীর্ষে আছেন অনিল কুম্বলে। তাঁর মোট উইকেটের সংখ্যা ৯৫৬। অশ্বিনকে আরও ২৫৫টি উইকেট নিতে হবে কুম্বলের রেকর্ড ভাঙতে হলে।
অশ্বিন ইতিমধ্যে ৭০০টি আর্ন্তজাতিক উইকেট নিয়েছেন। ৩৭১টি ম্যাচে তিনি ৭০২টি উইকেট নিলেন। ৯৩টি টেস্ট ম্যাচে তিনি মোট ৪৭৯টি উইকেট নিয়েছেন। ১১৩টি ম্যাচে তাঁর মোট ১৫১টি ওডিয়াই উইকেট রয়েছে। টি-২০ তে এই স্পিনারের ৭২টি উইকেট রয়েছে।
আর্ল্তজাতিক ক্রিকেটে অশ্বিন ১৬তম সফল বোলার হিসাবে নজির গড়লেন। ভারতীয় বোলারদের মধ্যে তিনি রয়েছেন তিন নম্বরে। ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছে কুম্বলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অশ্বিনের রেকর্ড সবচেয়ে ভালো। ক্যারাবিয়ানদের বিরুদ্ধে ১২টি টেস্ট ম্যাচে তিনি ৬৫টি উইকেট নিয়েছেন। উইকেটের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ১২টি ম্যাচে ৫৫২ রানও রয়েছে তাঁর। টেস্টে পাঁচটি সেঞ্চুরির মধ্যে চারটি সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে।
অশ্বিনের বোলিং-এর ঝড়ের সামনে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানই তুলতে পারল ওয়েস্ট ইন্ডিজ। অ্যাথানেজ করেছেন ৪৭ রান। বুধবার প্রথম দিনের শেষে কোনও উইকেট না হারিয়েই ৮০ রান করল ভারত। রোহিত শর্মা অপরাজিত ৩০ রানে এবং অভিষেক ম্যাচে ৪০ রান করে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ৭০ রানে পিছেয়ে রয়েছে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার