অলস্পোর্ট ডেস্ক: টি২০ আন্তর্জাতিকে একটা যুগের অবসান হয়ে গেল ভারতীয় ক্রিকেটের। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা রবিবার টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে দিলেন। বার্বাডোজে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারকা ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাও এই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার ঘোষণা করার একদিন পরই জাডেজাও একই পথে হাঁটলেন। জাডেজা ব্যাটে-বলে এই টুর্নামেন্টে চেনা ছন্দে ছিলেন না। রবিবার ইনস্টাগ্রামে জাডেজা গেমের সংক্ষিপ্ততম ফর্ম্যাটকে বিদায় জানিয়ে একটি আন্তরিক পোস্ট শেয়ার করেন।
“কৃতজ্ঞ হৃদয়ে, আমি টি-টোয়েন্টি আন্তর্জাতিককে বিদায় জানাই। গর্বের সাথে ছুটে চলা অটল ঘোড়ার মতো, আমি সর্বদা আমার দেশের জন্য আমার সেরাটা দিয়েছি এবং অন্যান্য ফরম্যাটেও তা করতে থাকব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ছিল একটি স্বপ্ন, যা সত্যি হল।”
বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার, জাডেজা বলেছেন যে তিনি ওয়ানডে এবং টেস্টে খেলা চালিয়ে যাবেন। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর, তিনি ৭৪টি ম্যাচ খেলে ৫১৫ রান করেন এবং ৫৪ উইকেট নেন।
শনিবার বার্বাডোজে টি২০ বিশ্বকাপে ট্রফির লড়াইয়ে, ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে তাদের দ্বিতীয় শিরোপা জিতে নেয়।
রোহিত এবং কোহলির জুটি টি২০ থেকে অবসরের ঘোষণা করেছিলেন জয়ের রাতেই।
দেড় দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটকে উজার করে দেওয়া জাডেজা সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সেরা ফর্মে ছিলেন না।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের কিছুক্ষণ পর কোহলি ঘোষণা করেছিলেন যে এটিই হবে তাঁর ফরম্যাটে শেষ খেলা। ভারত অধিনায়ক রোহিতও ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন। তিনজনের একসঙ্গে অবসরে ভারতীয় টি২০ দল এখন সিনিয়র শূন্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার