অলস্পোর্ট ডেস্কঃ আইপিএল শেষ হওয়ার পর এখন বেশ কিছুটা সময় ছুটি কাটাচ্ছেন কেকেআর তারকা। আর এর মাঝেই পি সেন ট্রফিতে খেলার প্রস্তাব পেয়েছিলেন রিঙ্কু সিং । সূত্রের খবর, রিঙ্কু সিংকে দলে পেতে ঝাঁপিয়েছিল মোহনবাগান এবং তপন মেমোরিয়াল। কিন্তু লোভনীয় প্রস্তাব থাকলেও উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটার দুই দলকেই ফিরিয়ে দিয়েছেন।
রবিবার থেকে শুরু হচ্ছে কলকাতা ময়দান তথা বাংলা ও ভারতীয় ক্রিকেটের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট পি সেন ট্রফি। এক সময় দেশের সেরা ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় খেলে গিয়েছেন। উল্লেখ্য, এর আগে কপিল দেব, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির মতো তারকারাও পি সেন ট্রফি খেলে গিয়েছেন। এবারে এই টুর্নামেন্টে খেলার ডাক পেয়েছেন আইপিএল খেলা বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন রিঙ্কু সিং-এর নাম।
আসলে ২৮ জুন থেকে শুরু হওয়া দলীপ ট্রফি। ইতিমধ্যেই ছয়টি দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ এই দলের সেন্ট্রাল জোনের ১৫ জনের দলে রয়েছেন রিঙ্কু সিং। শোনা যাচ্ছে দলীপ ট্রফি খেলার জন্যই নাকি পি সেন ট্রফিতে খেলতে চাননি এবং সেই কারণেই মোহনবাগান ও তপন মেমোরিয়ালের প্রস্তাবে না করেছেন রিঙ্কু সিং। এদিকে নাইট তারকা এই টুর্নামেন্টে খেলতে না করলেও পি সেন ট্রফিতে আইপিএলের বেশ কয়েকজন ক্রিকেটারদের দেখা যাবে। রিঙ্কু না খেললেও ভবানীপুরের হয়ে খেলতে দেখা যাবে রীতেশ শর্মা, ঋষি ধাওয়ানকে। পি সেন ট্রফিতে খেলতে দেখা যাবে অভিষেক শর্মার মতো তারকাকে।
তিন বছর পরে শুরু হতে চলেছে পি সেন ট্রফি। ২০১৭ সালের পর বন্ধ হয়ে গিয়েছিল পি সেন ট্রফি। মাঝে করোনা অতিমারি পি সেন ট্রফির আয়োজনের ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছিল। এ বছর যদিও সিএবি প্রথম থেকে পি সেন ট্রফি আয়োজনের ব্যাপারে উদ্যোগ নেয়। তার ফলেই জুন মাসের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। দশ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৮জুন থেকে।
তিন বছর পরে শুরু হতে চলেছে পি সেন ট্রফি। ২০১৭ সালের পর বন্ধ হয়ে গিয়েছিল পি সেন ট্রফি। মাঝে করোনা অতিমারি পি সেন ট্রফির আয়োজনের ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছিল। এ বছর যদিও সিএবি প্রথম থেকে পি সেন ট্রফি আয়োজনের ব্যাপারে উদ্যোগ নেয়। তার ফলেই জুন মাসের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। দশ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৮জুন থেকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার