নিজস্ব সংবাদদাতাঃ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিততে শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ছিল ২৯ রান। হাতে ছিল মাত্র ৩ উইকেট। ক্রিজে ছিলেন রিঙ্কু সিং এবং উমেশ যাদব। বল করতে এসেছিলেন যশ দয়াল। প্রথম বলে স্ট্রাইকে ছিলেন উমেশ যাদব। তিনি ১ রান নেন। শেষ ৫ বলে নাইটদের দরকার ছিল ২৮ রান। এই পরিস্থিতিতে ম্যাচ জয়ের স্বপ্ন বোধহয় দেখেননি অতি বড় নাইট সমর্থকও। কেকেআর-এর ডাগআউটও হাল ছেড়ে দিয়েছিল।
কিন্তু সবার সব হিসেব-অঙ্ক-সমীকরণ ঘেঁটে দেন রিঙ্কু সিং। যশ দয়ালের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা। অবিশ্বাস্য ঘটনা। একেবারে রোমহর্ষক পরিস্থিতি। অবিশ্বাস্য জয় নাইটদের। আইপিএলের অন্যতম সেরা বললে ভুল হবে না। আর এর পুরো কৃতিত্বই রিঙ্কু সিংয়ের। শেষ বল পর্যন্ত ম্যাচ গড়াল। আর ৩ উইকেটে কেকেআর-কে তাদের দ্বিতীয় জয় এনে দিলেন বাঁ-হাতি ব্যাটার। আর এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে আন্দ্রে রাসেল, রবীন্দ্র জাদেজাদের পাশে জায়গা করে নিলেন রিঙ্কু। এর আগে এক ওভারে পাঁচটি ছয় মেরেছিলেন ক্রিস গেইল (রাহুল শর্মার ওভারে), রাহুল তেওয়াটিয়া (শেলডন কটরেলের ওভারে), রবীন্দ্র জাদেজা (হর্ষল প্যাটেলের ওভারে), মার্কাস স্টোইনিস এবং জেসন হোল্ডার (শিবম মাভির ওভারে), রিঙ্কু সিং (যশ দয়ালের ওভারে)।