অলস্পোর্ট ডেস্ক: সংযুক্ত আরব আমীরশাহীতে ৯-২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের আসর বসছে। তবে চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের উইকেট কিপার-ব্যাটার ঋষভ পন্থ। এমনকি তারপরের ২-১৪ অক্টোবর অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলাতেও তাঁর ভারতীয় দলে থাকার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না।
ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডে বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ চলাকালীন চোট পান ঋষভ। পায়ের পাতায় চিড় ধরায় তিনি আর খেলতে পারেননি। ওল্ডট্র্যাফোর্ডে ক্রিশ ওকসের ইয়র্কার সরাসরি ঋষভের পায়ে লাগলে চোট পান। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করলে জানা যায়, পায়ের পাতায় চিড় ধরেছে। চিকিৎসকের দল ঋষভকে ৬ সপ্তাহ বিশ্রামের নির্দেশ দেন। তাসত্ত্বেও পায়ের ব্যথা ও চোট বেড়ে যাওয়ার ঝুঁকি নিয়েও তিনি মাঠে ফেরেন পরদিনই। এবং চিড় ধরা পায়ে ব্যাট করে ৫০ রানের ইনিংস খেলে ওই টেস্ট ম্যাচ ড্র করার সুযোগ করে দেন ঋষভ।
এর আগে প্রাণসংশয়কারী গাড়ি দুর্ঘটনায় পড়ে যেভাবে মৃত্যুমুখ থেকে ফিরে ঋষভ ক্রিকেট মাঠে পারফর্ম করে চলেছেন, সেটা বিস্ময়কর। তাঁর কাছে চিড় ধরা পায়ে ব্যাট করা তো সেখানে সামান্য ব্যাপার। পন্থের অবশ্য একটা আপসোস রয়ে গেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাসের মাঠে ঐতিহাসিক জয়ে দলে থেকে শামিল হতে না পারায়। ওয়াশিংটন সুন্দরের সময়োপযোগী ব্যাটিং ও সিরাজ-প্রসিদ কৃষ্ণার আগুন ঝরানো বোলিংয়ে ম্যাচ জিতে ভারতীয় দলের ২-২ ফলে সিরিজে সমতা ফেরানোর কৃতিত্ব চিরকালীন মিথ হয়ে থেকে যাবে।
সংযুক্ত আরব আমীরশাহীতে এশিয়া কাপে ভারতের অভিযান শুরু হবে ১০ সেপ্টেম্বর। দুবাইতে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমীরশাহী। অন্য গ্রুপে আছে বংলাদেশ, আফগানিস্তান ও হংকং। টি২০ ফরম্যাটে খেলা এশিয়া কাপের আয়োজন হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার




