অলস্পোর্ট ডেস্ক: ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন হাফ সেঞ্চুরি করার সঙ্গেই ঋষভ পন্থ এমএস ধোনিকে ছাঁপিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ইতিহাস রচনা করলেন। ভাঙা ডান পা নিয়েই ব্যাট করতে নেমেছিলেন পন্থ, হাঁটতে অসুবিধে হচ্ছিল। তাও দলের স্বার্থে সেই ব্যথাকে ছাঁপিয়ে গেল তাঁর হাফসেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে তাঁর নবম ৫০-এর বেশি রান করার জন্য অসাধারণ সাহস এবং দৃঢ়তাকে স্যালুট করছে ক্রিকেটপ্রেমীরা। এটি বর্তমানে বিদেশের মাটিতে যে কোনও উইকেটরক্ষক ব্যাটসম্যানের সর্বোচ্চ। ধোনির দখলে রয়েছে ইংল্যান্ডের মাটিতে আটটি ৫০+। এটি ছিল চলতি সিরিজে তাঁর পঞ্চম ৫০-এর বেশি রানের স্কোর – এমন একটি কৃতিত্ব যা অন্য কোনও ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক কখনও একটি টেস্ট সিরিজে অর্জন করতে পারেননি।
এক টেস্ট সিরিজে একজন ভারতীয় উইকেটকিপারের সর্বোচ্চ ৫০+ স্কোর
৫ – ঋষভ পন্থ বনাম ইংল্যান্ড, ২০২৫*
৪ – ফারুক ইঞ্জিনিয়ার বনাম ইংল্যান্ড, ১৯৭২/৭৩
৪ – এমএস ধোনি বনাম অস্ট্রেলিয়া, ২০০৮/০৯
৪ – এমএস ধোনি বনাম ইংল্যান্ড, ২০১৪
চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড ভারতের প্রথম ইনিংস ৩৫৮ রানে শেষ করার আগে, ঋষভ পন্থ পায়ের ভাঙা আঙুল নিয়েই ৫৪ রানের ইনিংস খেলেন। প্রথম দিন তিনি যখন চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তখন তাঁর নামের পাশে ছিল ৩৭ রানের ইনিংস। এদিন তাঁর সঙ্গে যুক্ত হল আরও ১৭ রান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





