অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মেগা নিলাম শেষে দেশের ক্রিকেটের চিত্রটা অনেকটাই বদলে দিয়েছে। লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কেনার পর একটি নতুন রেকর্ড তৈরি হয়েছে। পাশাপাশি শ্রেয়াস আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ারও রেকর্ড মূল্যে বিক্রি হয়েছেন। তাঁদের মূল্য পৌঁছেছে যথাক্রমে ২৬.৭৫ কোটি এবং ২৩.৭৫ কোটিতে। এদিকে ভারতীয় খেলোয়াড়দের ধরে রাখার নিরিখে,বিরাট কোহলি ছিলেন শীর্ষ বাছাই, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তাঁকে ফ্র্যাঞ্চাইজিতে রাখার জন্য ২১ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
এখন যেহেতু আইপিএল খেলোয়াড়দের বেতন নিশ্চিত হয়ে গিয়েছে, সেখানে ঋষভ পন্থ সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় ক্রিকেটার হিসাবে জায়গা করে নিয়েছেন, সম্পূর্ণরূপে ক্রিকেট উপার্জনের দৃষ্টিকোণ থেকে। তাঁর মোট বার্ষিক রায় ৩২ কোটি, বিরাট কোহলিকে পিছনে ফেলে যিনি এখন এই টাকাটা আয় করেন। বিরাটের বার্ষিক আয় ২৮ কোটি টাকা।
পন্থ ও কোহলি উভয়েরই আয়ের দু’টি উৎস- বিসিসিআই এবং আইপিএল চুক্তি। বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন দুই ক্রিকেটারই। বিসিসিআই-এর তরফে বার্ষিক ৫ কোটি টাকা যখন তার আইপিএল আয় ২৭ কোটি। তার ফলে তাঁর বার্ষিক পৌঁছেছে ৩২ কোটিতে।
কোহলির বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির মাধ্যমে আয় ৭ কোটি টাকা যেহেতু তিনি এ+ ক্যাটাগরির খেলোয়াড়। আরসিবি তাঁকে টাকা দেয়। আইপিএলে খেলার জন্য বার্ষিক ২১ কোটি টাকা (নতুন চুক্তি অনুযায়ী) পাবেন। মোট প্রাপ্তি ২৮ কোটি।
তবে আগামী বছরের মার্চে বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা হলে পন্থের আয় বাড়তে পারে। তাঁর পারফর্মেন্সের ভিত্তিতে পন্থকে এ+ বিভাগে উন্নীত করা হতে পারে, কারণ তিনি তিনটি ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার মূল প্লেয়ার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার