অলস্পোর্ট ডেস্ক: ঋষভ পন্থ না কেএল রাহুল? ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের উইকেটের পিছনে? এই নিয়ে ডিবেট শুরু করে দিয়েছিলেন স্বয়ং কোচ গৌতম গম্ভীরই। তাঁর পছন্দের তালিকায় যে পন্থকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন রাহুলই তার তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন। এর সঙ্গে ইংল্যান্ড সিরিজে তাঁকে ব্যবহার না করাটাও বড় প্রশ্ন চিহ্ন তৈরি করে দিয়েছিল। তাঁর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দু’দিন আগেই অনুশীলনে চোট পেলেন পন্থ। যা পছন্দের পাশাপাশি দলের জন্যও বড় ধাক্কা হতে পারে।
প্রশিক্ষণের সময় হার্দিক পাণ্ড্যের একটি শটে হাঁটুতে আঘাত পান ঋষভ পন্থ। তাঁকে দেখা যায় সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে। তাঁর পর তিনি উইকেটকিপিং এবং ফিল্ডিং অনুশীলন করেননি এবং ব্যাট করার সময়ও সমস্যা হচ্ছিল তাঁর, বেশ কয়েকটি ডেলিভারিতে বিট হন।
তবে তাঁর চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিত করে জানান যায়নি। এই মুহূর্তে রীতিমতো চোট-আঘাতের সমস্যায় ভুগছে ভারতীয় দল। প্রাথমিকভাবে সামান্য চোট মনে হলেও যশপ্রীত বুমরাহ বর্ডার-গাভাস্কার ট্রফির পর আর খেলতে পারেননি এখনও। ছিটকে গিয়েছেন নন-ট্র্যাভলিং পরিবর্ত হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে থাকি যশস্বী জয়সওয়াল তাই পন্থকে নিয়ে কোনও ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট।
তিনটি দলে ভাগ করে ভারতীয় দলকে অনুশীলন করতে দেখা যায়।
রোহিতের নেতৃত্বে তৃতীয় দলে ছিলেন হার্দিক পাণ্ড্যে, আর্শদীপ সিং, রবীন্দ্র জাডেজা এবং শ্রেয়াস আইয়ার। ভারত অধিনায়কের নির্ণায়ক থ্রোতে তারা জয়ী হয়। প্রথম দলে ছিলেন শুভমান গিল, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্থী এবং ওয়াশিংটন সুন্দর, যেখানে দ্বিতীয় দলে ছিলেন কুলদীপ যাদব, কেজেল রাহুল, হর্ষিত রানা এবং বিরাট কোহলি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার