অলস্পোর্ট ডেস্ক: বুধবার ঋষভ পন্থ তাঁর ভারতীয় সতীর্থ বিরাট কোহলিকে টপকে ব্যাটারদের আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ৯৯ রানের বিধ্বংসী ইনিংসই এই উত্থানের মূল কারণ। পন্থ র্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠেছেন এবং কোহলি, যিনি বেঙ্গালুরুতে ৭০ রানের ইনিংস খেলেছিলেন, এক ধাপ নেমে অষ্টম স্থানে রয়েছেন। ওপেনার যশস্বী জয়সওয়াল ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিং ব্যাটার হিসেবে চার নম্বরে রয়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নের সঙ্গে যৌথভাবে ১৫তম স্থানে জায়গা করে নিয়েছেন দুই ধাপ নেমে গিয়ে।
ইংল্যান্ড তারকা জো রুট তালিকার শীর্ষে নিজের জায়গা ধরে রেখেছেন। রাচিন রবীন্দ্র (৩৬ স্থান উঠে ১৮তম) এবং ডেভন কনওয়ে (১২ স্থান উঠে ৩৬তম) নিউজিল্যান্ডের জুটিও টেস্ট ব্যাটারদের সর্বশেষ তালিকায় ভাল জায়গা তৈরি করেছে। অন্যদিকে সতীর্থ ম্যাট হেনরি (দুই ধাপ উপরে উঠে নবম স্থানে) উচ্চ রেটিং) বোলারদের বিভাগে এগিয়েছে।
বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে ব্ল্যাক ক্যাপসের আট উইকেটের জয়ের ম্যাচে হেনরি আট উইকেট নিয়েছিলেন, অন্যদিকে সতীর্থ উইল ও’রউরকে (দুই স্থান উপরে উঠে ৩৯তম) একই ম্যাচে সাতটি উইকেট নেন।
বোলারদের র্যাইঙ্কিংয়ের শীর্ষে থাকা আর অশ্বিনের পরেই রয়েছেন ভারতের পেসার যশপ্রীত বুমরাহ। সপ্তম স্থানে থাকা রবীন্দ্র জাডেজা সেরা ১০-এ থাকা আরেকজন ভারতীয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার