অলস্পোর্ট ডেস্ক: রবিবার ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর বলেন, বর্তমান ভারতীয় দলের চরিত্র এবং ভিত্তি গড়ে উঠবে ঋষভ পন্থের অসাধারণ সাহসিকতার উপর, যিনি চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ডান পায়ের পাতা ভেঙে যাওয়ার পরও ব্যাট করেন। প্রথম দিন ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ মিস করার পর পায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। কিন্তু দলের প্রয়োজনে সেই ভাঙা পা নিয়েই ব্যাট করে পন্থ দলের জন্য গুরুত্বপূর্ণ রান যোগ করেন প্রথম ইনিংসে। তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, যার ফলে ভারত দ্বিতীয় দিন ৩৫৮ রানের স্কোর গড়ে তোলে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই সিরিজে আর খেলতে পারবেন না পন্থ। তাও চতুর্থ টেস্টের শেষ দিন ক্রাচে ভর দিয়ে মাঠে হাজির ছিলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে পন্থের ব্যাট করার প্রয়োজন হয়নি কারণ রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর সিরিজ বাঁচিয়ে রাখার জন্য দুরন্ত লড়াই তো করেনই সঙ্গে দু’জনেই সেঞ্চুরি করে ভারতকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যান। ম্যাচ শেষে বোর্ডের তরফে ঘোষণা করা হয় পন্থের ছিটকে যাওয়ার কথা।
বিসিসিআই-এর ঘোষণা বলা হয়, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের সময় ডান পায়ে ফ্র্যাকচারের শিকার ঋষভ পন্থ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন। বিসিসিআই মেডিকেল টিম তার অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং দল তার দ্রুত আরোগ্য কামনা করছে। পুরুষ নির্বাচক কমিটি ৩১ জুলাই, ২০২৫ তারিখে লন্ডনের কেনিংটন ওভালে শুরু হতে চলা পঞ্চম টেস্টের জন্য ঋষভ পন্থের পরিবর্তে নারায়ণ জগদীশনকে দলে অন্তর্ভুক্ত করেছে।’’
“ঋষভ, ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে তিনি সিরিজ থেকে ছিটকে গেছেন। এবং আমি একটি কথা বলতে চাই যে এই দলের চরিত্র এবং ভিত্তি গড়ে উঠবে ঋষভ দলের জন্য এবং দেশের জন্য যা করেছেন তার উপর,” ম্যাচ-পরবর্তী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় গম্ভীর বলেন।
“তার জন্য যত প্রশংসাই হোক না কেন, বিশেষ করে ভাঙা পা নিয়ে ব্যাট করা যথেষ্ট নয়। অতীতে খুব বেশি মানুষ এমনটা করেনি। আর সে নিজেই সেটা চেয়েছিল, আর সেই কারণেই আমি যত প্রশংসাই করি না কেন…আমি এখানে বসে ঘন্টার পর ঘন্টা এই বিষয়ে কথা বলতে পারি। আমার মনে হয় আগামী প্রজন্ম এই বিষয় নিয়ে কথা বলবে। আর সামনের প্রজন্মের উচিত এই বিষয় নিয়ে কথা বলা, যে কেউ ভাঙা পা নিয়ে ব্যাট করেছে। আর এটা দুর্ভাগ্যজনক কারণ সে যে ধরণের ফর্মে ছিল, সেটার জন্য,’’ বলেন গম্ভীর।
“কিন্তু আবারও বলছি, সে টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এবং আমি আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং দ্রুত ফিরে আসবে এবং আমাদের জন্য নিজের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করবে,” বলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান তথা ভারতীয় দলের হেড কোচ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





