অলস্পোর্ট ডেস্ক: শুধু মাঠের ভিতরে নয় এবার মাঠের বাইরেও চলছে অ্যাসেজ যুদ্ধ। লর্ডস টেস্টে জনি বেয়ারস্টোর আউটকে কেন্দ্র করে দুই দেশের প্রধানমন্ত্রী জড়িয়েছিলেন বাকযুদ্ধে। এবার মুখোমুখি সাক্ষাতেও জারি রইল সেই যুদ্ধ। যদিও তা মজার ছলে।
লিথুনিয়ায় ন্যাটোর বৈঠকে যোগ দিয়েছিলেন বিট্রেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সেখানেও উঠে এল অ্যাসেজের প্রসঙ্গ। অ্যালবানিজ সুনককে একটি কাগজের টুকরো উপহার দেন। যেখানে লেখা ছিল ‘২-১’। বর্তমানে ‘২-১’ ব্যবধানে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে টেস্ট সিরিজে। সঙ্গে সঙ্গে সুনকও একটি ছবি বের করে এগিয়ে দেন অ্যালবানিজের দিকে। সেটি ছিল লিডস টেস্টে জয়ের পর ক্রিস ওকস এবং মার্ক উডের উচ্ছ্বাস। অ্যালবানিজ এতে থেমে জাননি। তিনি পাল্টা দ্বিতীয় টেস্টে বেয়ারস্টোর রান আউট হওয়ার ছবি তুলে ধরেন। সঙ্গে সঙ্গে সুনক পাল্টা জবাব দিয়ে বলেন ‘‘দুঃখিত আমি তোমার জন্য শিরিষ কাগজ আনতে ভুলে গিয়েছি।’’
২০১৮-তে শিরিষ কাগজ দিয়ে বল বিক্রিত করতে গিয়ে ধরা পড়েছিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরুন ব্যানক্রফ্ট। সেই প্রসঙ্গই উঠে এসেছে সুনকের কথায়।
প্রসঙ্গত লর্ডসে সেই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক বেন স্টোকদের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর এক মুখপাত্র জানিয়েছিলেন, ‘‘বেন যা বলছেন তার সঙ্গে সহমত প্রধানমন্ত্রী।’’
সুনকের মন্তব্য সামনে আসতেই অ্যালবানিজ টুইট করেন। এবং লেখেন যে ‘‘আমাদের পুরুষ ও মহিলা ক্রিকেট দলকে নিয়ে আমি গর্বিত। দুই দলই অ্যাসেজের প্রথম দু’টি ম্যাচে জিতেছে। আগেও জিতেছে। প্যাট কামিন্সদের পাশে আছে অস্ট্রেলিয়া। জিতে ওরা দেশে ফিরুক আমরা স্বাগত জানাতে প্রস্তুত।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার