Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটরোহিত শর্মা ৩৫০০-র মাইলস্টোনে, ছুঁলেন বিরাট কোহলিকে

রোহিত শর্মা ৩৫০০-র মাইলস্টোনে, ছুঁলেন বিরাট কোহলিকে

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বৃহস্পতিবার তাঁর কেরিয়ারে নতুন মাইলফলক ছুঁলে‌ন। এদিন তিনি টেস্টে ৩৫০০ রান সম্পূর্ণ করলেন। বৃহস্পতিবার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে এই রেকর্ড করলেন রোহিত। বিরাট কোহলির পর তিনি এখন বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই ৩৫০০ রান করেছেন। এবং শুধু তাই নয়, টেস্টে তিনি ৩৫০০ রান অর্জনকারী ২০তম ভারতীয় ব্যাটসম্যান। ভারতীয় ব্যাটারদের মধ্যে শুধুমাত্র বিরাট কোহলি(৮৪৭৯), চেতেশ্বর পূজারা(৭১৯৫) এবং অজিঙ্ক রাহানেই(৫০৬৬) এখনও পর্যন্ত টেস্টে সর্বোচ্চ রানাধিকারী ব্যাটসম্যান।

৫১টি টেস্ট ম্যাচ খেলার পর, এই ফর্ম্যাটে রোহিত শর্মার গড় ৪৫। সঙ্গে ১৫টি হাফ সেঞ্চুরি ও ন’টি সেঞ্চুরি রয়েছে এই ভারতীয় অধিনায়কের ঝুলিতে। ২০০৭-এ রোহিতের আন্তর্জাতিক অভিষেক হওয়ার  পর ২০১৩-তে তিনি প্রথম টেস্ট খেলার সুযোগ পান। অভিষেক থেকে এই মিডল অর্ডার ব্যাটসম্যান সবসময় নিজের সেরা দিয়ে এসেছেন। ২০১৯–এ ওপেনার হিসেবে অভিষেক হওয়ার পর তাঁর ভাগ্য পরিবর্তন হয়। ২০২২ থেকে তিনি ভারতের পূর্ণ সময়ের টেস্ট অধিনায়ক হিসেবে নির্বাচিত হন।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি উইন্ডসরের মাঠে ঝড় তুলেছিল। এই ওপেনিং জুটি এদিন ২২৯ রান করে রেকর্ড করে।

রোহিত শর্মা এদিন ২২১ বলে ১০৩ রান করেন, তার মধ্যে ১০টি চার ও দু’টি ছক্কা রয়েছে। শেষ পর্যন্ত অ্যালিক অ্যাথানজের বলে আউট হন তিনি। তাঁর উইকেটের পরপরই শুভমন গিল(৬) আউট হয়ে যান জোমেল ওয়ারিকানের বলে।

শেষপর্যন্ত এদিনের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে ক্রিজে টিকে রয়েছেন জয়সওয়াল(১৪৩) ও বিরাট কোহলি(৩৬)। দ্বিতীয় দিনে ভারতের মোট স্কোর ৩১২/২।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments