Tuesday, December 10, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটবার্বাডোজে হোটেলের ঘরেই আটকে রোহিতরা, কবে ফিরবেন দেশে?

বার্বাডোজে হোটেলের ঘরেই আটকে রোহিতরা, কবে ফিরবেন দেশে?

অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপ ২০২৪ জিতে এখনও দেশে ফেরা হল না ভারতীয় ক্রিকেট দলের। অনির্দিষ্ট কালের জন্য় থমকে গিয়েছে তাদের দেশে ফেরা। বার্বাডোজের যা পরিস্থিতি তাতে গত কয়েকদিন ধরে সেখানে বিমান ওঠা-নামা পুরো বন্ধ করে রাখা হয়েছে। হ্য়ারিকেনের কারণে পরিস্থিতি এতটাই খারাপ যে কর্তৃপক্ষকে বিমান চালানো বন্ধ করতে বাধ্য করেছে। ক্রিকেটাররা তাদের হোটেলের ঘরেই বন্দি হয়ে রয়েছেন। রোহিত শর্মা এবং তাঁর দল শনিবার টি২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল এবং রবিবারই দেশের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সোমবারও তাদের ফেরার সময়সূচী সম্পর্কে কোনও স্পষ্টতা ধারণা দিতে পারেনি। প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের টিম হোটেলের ভিতরেই থাকতে হচ্ছে।

যা খবর, বার্বাডোজ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। হ্য়ারিকেন বেরিলের প্রত্যাশিত আগমনের কারণে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। উল্লিখিত সাইক্লোন ক্যাটাগরি ফোর (দ্বিতীয় সবচেয়ে গুরুতর) এবং তাই বিমান ভ্রমণের ক্ষেত্রে কোন ঝুঁকি নেওয়া যাবে না।  পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে চূড়ান্ত করে বলা যাচ্ছে না ভারতীয় দল বার্বাডোজ থেকে কবে দেশের উদ্দেশে রওনা দিতে পারবে।

ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বেরিল ১৩০ মাইল প্রতি ঘণ্টার বেশি বেগে হাওয়া-সহ উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। হারিকেন সেন্টার রিপোর্ট করেছে যে যা ৬ থেকে ৯ ফুটের মধ্যে ঝড় উঠতে পারে এবং ৩ থেকে ৬ ইঞ্চি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সেক্রেটারি জয় শাহকে ভারতের খেলোয়াড়দের জন্য একটি সম্ভাব্য সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু ভারতীয় দলের দেশে ফেরা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনও পরিকল্পনা করা সম্ভব হচ্ছে না বলেই তিনি জানিয়েছেন।

শাহ পিটিআই-কে বলেন, ‘‘আমরাও এখানে আটকে আছি। ভ্রমণের পরিকল্পনা পরিষ্কার হওয়ার পর, আমরা অনুষ্ঠান নিয়ে ভাবব।”

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের কয়েকজন খেলোয়াড়ের ৬ জুলাই থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবোয়ে সফরে যাওয়ার কথা রয়েছে। দেড়িতে দেশে ফেরার কারণে সেই পরিকল্পনাগুলিও কিছুটা সমস্যার সৃষ্টি করবে। সব দিক খতিয়ে দেখে, নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের বিরতির সময় কম করা হবে কারণ আরেকটি আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টও অপেক্ষা করছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments