Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটবিরাট কোহলির পর টি২০ আন্তর্জাতিক থেকে অবসর রোহিত শর্মারও

বিরাট কোহলির পর টি২০ আন্তর্জাতিক থেকে অবসর রোহিত শর্মারও

অলস্পোর্ট ডেস্ক: দেশকে টি২০ বিশ্বকাপ দিয়েই অবসর ঘোষণা করে দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার কিছু পরই টি২০ আন্তর্জাতিককে বিদায় জানালেন অধিনায়ক রোহিত শর্মাও। একটা সময় রোহিত-বিরাট বন্ধুত্ব ভারতীয় ক্রিকেটের আলোচ্য বিষয় ছিল। দু’জন দু’জনকে কেরিয়ারের শুরু থেকে দেখেছেন, তাই জানতেন খুবই ভাল করে। কিন্তু মাঝে সেই সম্পর্ক কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল। এক সঙ্গে এক জার্সিতে মাঠে তাঁরা নামতেন ঠিকইি কিন্তু মানসিক দুরত্বটা চোখে পড়ত। সেই সব যেন এক সঙ্গে ধুয়ে গেল টি২০ বিশ্বকাপ জয়ের আবেগে।

দু’জনে প্রায় একই সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন, দু’জনে সাফল্যের শিখরেও পৌঁছেছিলেন একই সময়ে। তারকাও হয়ে ওঠা এক সঙ্গেই। ধোনি পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটের ভরসার জুটি। এবার একই সঙ্গে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সময়ের পার্থক্য খুব বেশি হলে এক ঘণ্টা। এর সঙ্গেই দুই বন্ধুর মধ্যে মুছে গেল সব ক্লেশ।

এদিন সাংবাদিক সম্মেলনে গিয়ে রোহিত বলেন, “বিদায় জানানোর জন্য এর থেকে ভাল সময় আর হয় না। প্রতিটি মুহূর্ত আমার কাছে খুব প্রিয়। আমি আমার ভারতীয় কেরিয়ার শুরু করেছিলাম এই ফর্ম্যাট দিয়েই। আর আমি এটাই চেয়েছিলাম, এই কাপ জিততে চেয়েছিলাম। আমার জন্য এটি খুব আবেগঘন মুহূর্ত।”

সেমিফাইনাল ম্যাচ জিতে মুখ ঢেকে কেঁদে ফেলেছিলন রোহিত শর্মা। তাঁকে স্বান্তনা দিয়েছিলেন বিরাট কোহলি। এদিন অবসর ঘোষণা করে যখন ড্রেসিংরুমে ফিরছেন বিরাট তখন সিঁড়িতেই দেখা দলের অধিনায়কের সঙ্গে। জরিয়ে ধরেছিলেন বিরাটকে। হয়তো কানে কানে বলেছিলেন, “আমিও আছি তোমার দলে। একটু পরই আসছি।”

রোহিত শর্ম তাঁর টি২০ কেরিয়ার শেষ করলেন, ১৫৯ ম্যাচে ৪২৩১ রানে করে। গড় ৩২.০৫। স্ট্রাইকরেট ১৪০.৮৯।টি২০তে তাঁর সর্োচ্চ রান অপরাজিত ১২১। রোহিত শর্মার টি২০ কেরি।ার শুরু হয়েছিল ২০০৭ বিশ্বকাপ থেকে। যখন চোটের জন্য মাঠের বাইরে বসতে হয়েছিল যুবরাজ সিংকে। সেই সময় শেষ মুহূর্তে তাঁকে দলে নেওয়া হয় এবং তিনি হাফসেঞ্চুরি করেন। দীর্ঘ ১৭ বছরের যাত্রা শেষ হল ট্রফি জিতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments