অলস্পোর্ট ডেস্ক: রবিবার দিনটা ছিল ভারতীয় ক্রিকেট দলের জন্য স্মরনীয়। কলম্বোতো শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩-এ ১০ উইকেটের ব্যবধানে জেতে রোহিত শর্মা-র নেতৃত্বাধীন দলটি। রবিবার শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারকে উড়িয়ে দিয়ে রুপকথার গল্প লেখেন মহম্মদ সিরাজ। ২৯-এর পেসার শুধু নিজের জন্য নয় গোটা দেশের জন্য ইতিহাস রচনা করেছেন। সিরাজ হচ্ছেন প্রথম ভারতীয় বোলার যিনি পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে চার উইকেট নিয়েছিলেন। এছাড়াও যৌথভাবে সবচেয়ে দ্রুত ৫ উইকেট নিয়েছেন তিনি। তাঁর অনবদ্য পারফর্ম্যান্স ভারতকে অষ্টম এশিয়া কাপ জিততে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে।
ম্যাচের পরে দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে একটি মজার ঘটনা ঘটেছে। তিনি কলম্বোর টিম হোটেলে তার পাসপোর্ট ভুলে গেছিলেন বলে জানা যায়। সেই সময় বাকি সদস্যরা ভারতে ফেরার জন্য বিমানবন্দরের উদ্দেশ্যে বাস ছাড়ার জন্য অপেক্ষা করছিল। অবশেষে, ভারতীয় দলের একজন সাপোর্ট স্টাফের সাহায্যে রোহিত তাঁর পাসপোর্ট ফেরত পান।
বিরাট কোহলি একটি টক শো-তে একবার বলেছিলেন, “রোহিত প্রায়শই আইপ্যাড ইত্যাদির মতো জিনিস ভুলে যায়। একবার, দুবার তো সে তার পাসপোর্টও ভুলে গিয়েছে। লজিস্টিক ম্যানেজার এখন রোহিত সবকিছু নিয়ে এসেছে কিনা তা দেখার পরই টিম বাসের উদ্দেশ্যে রওনা হয়।’’ রবিবারও সেইরকমই কিছু ঘটেছে বলে মনে করা হচ্ছে।
স্পিডস্টার মহম্মদ সিরাজের জ্বলন্ত স্পেল শ্রীলঙ্কাকে ধ্বংস করার পরে, শুভমান গিল এবং ঈশান কিষানের ওপেনিং জুটি ভারতকে অষ্টমবারের মতো এশিয়া কাপ জিততে সাহায্য করেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার