অলস্পোর্ট ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আধিপত্য প্রদর্শনের পর রোহিত শর্মা এবং তাঁর দল ষ ইতিহাস তৈরি করা থেকে এক জয় দূরে দাঁড়িয়ে। সামনে শুধু দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা। প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৮ রানে পরাজিত করার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২৪ সালের পুরুষদের টি২০ বিশ্বকাপ শিরোপা লড়াইয়ে ভারতকে নিয়ে যাওয়ার জন্য স্পিনার কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল তিনটি করে উইকেট নেন।
অধিনায়ক রোহিত শর্মা ৩৯ বলে ৫৭ রানের মাধ্যমে তাঁর ৩২তম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি করার পরে সূর্যকুমার যাদব ৩৬ বলে ৪৭ রান করে ভারতকে কঠিন পিচে প্রতিযোগীতামূলক ১৭১/৭-এ নিয়ে যান, পরে বল হাতে অক্ষর এবং কুলদীপের দুর্দান্ত স্পেল ইংল্যান্ডকে হারানোর রাস্তা পরিষ্কার করে দেয়। তারা ১০৩ রানে অলআউট হওয়ার সঙ্গেই ভারতের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায় ।
জয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন রোহিত শর্মা। তাঁকে দেখা যায় ডাগ আউটের মুখ ঢেকে বসে থাকতে। বিরাট কোহলিকে দেখা যায় তাঁকে সান্ত্বনা দিতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার