অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দলের প্লেয়াররা দেশে ফেরার পর থেকে বিভিন্নভাবে সারপ্রাইজ পাচ্ছে। রোহিতকে চমকে দিতে হাজির হয়েছিলেন তাঁর ছোটবেলার বন্ধু থেকে তাঁর বাবা-মা, আত্মীয়-স্বজন। বৃহস্পতিবার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের সাফল্যের পরে তাঁরা দেশে ফেরেন। রোহিত গত সপ্তাহে ভারতকে তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতিয়েছেন, দল বার্বাডোসে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। তার পর আবহাওয়ার কারণে সেখানেই আটকে থাকতে হয় তিনদিন। বৃহস্পতিবার ভারতীয় দল দিল্লি হয়ে মুম্বই পৌঁছয়, যেখানে অসাধারণ অভ্যর্থনা অপেক্ষা করছিল তাদের জন্য।হুডখোলা বাসে জনজোয়ারের মধ্যে দিয়ে কার্যত ভাসতে ভাসতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছয় দল। সেখানে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন ছিল, যেখানে বোর্ড দলকে ১২৫ কোটি টাকার পুরস্কার দেয়।
বৃহস্পতিবার বেশি রাতে বিজয় উদযাপন শেষে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ সদস্যরা নিজ নিজ বাড়ির দিকে রওনা হন।
ভারত অধিনায়ক রোহিতও বৃহস্পতিবার তাঁর বাড়িতে পৌঁছন, যেখানে অপেক্ষা করছিল আরও চমক। তাঁর বন্ধুরা এবং পরিবারের সদস্যরা তার জন্য ভিন্ন পরিকল্পনা করেছিলেন যা নিয়ে কোনও ধারণাই ছিল না রোহিতের।
ভারতীয় ব্যাটার তিলক ভার্মাও সেখানে উপস্থিত ছিলেন যখন তিনি এবং রোহিতের বন্ধুরা ভারতীয় অধিনায়ককে স্যালুট দেন। তার পর তাঁকে কোলে তুলে নেন।
দেখুন সেই ভিডিওঃ
বৃহস্পতিবার, ৫ জুলাই টিম ইন্ডিয়ার জন্য একটি স্মরণীয় দিন ছিল৷ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠকের মাধ্যমে যা শুরু হয়েছিল, তা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত একটি অবিস্মরণীয় অভিনন্দন অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। মেরিন ড্রাইভ থেকে আইকনিক ওয়াংখেড়ে পর্যন্ত একটি বিজয় কুচকাওয়াজও ছিল ভ্রমণপথের একটি অংশ।
এর পর ওয়াখেড়ের অনুষ্ঠানে চাক দে ইন্ডিয়ার তালে নাচে মেতে ওঠে পুরো ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবকে দেখা যায় নাচের নেতৃত্ব দিতে। বাকি সতীর্থরাও তাদের সঙ্গে যোগ দেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার