অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা নিশ্চিত করেছেন যে তিনি মিডল অর্ডারে ব্যাট করতে নামবেন এবং কেএল রাহুল শুক্রবার থেকে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেও ওপেন করবেন। রোহিত তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি, সেই সময় ওপেন করে দলকে ভরসা দিয়েছেন রাহুল। ভারত অধিনায়কের দলে যোগদানের সঙ্গে সঙ্গেই এই প্রশ্নটাই উঠে আসছিল এবার ওপেনিং জুটিতে কী হতে চলেছে? মনে করা হচ্ছিল পার্থে গুরুত্বপূর্ণ ৭৭ রান করা সত্ত্বেও রাহুলকে হয়তো ওপেন করতে পাঠানো হবে না। রোহিত প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ওপেনার হিসেবে অন্তত এই ম্যাচে খেলবেন না।
দ্বিতীয় টেস্টের আগে রোহিত সাংবাদিকদের বলেন, “কেএল ইনিংস শুরু করবে এবং আমি মাঝখানে কোথাও খেলব। আমার জন্য সহজ নয় কিন্তু দলের জন্য এটি সেরা।”
বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হোয়াইটওয়াশের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। পার্থে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে পরাজিত করেছে যদিও তাদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল।
বর্ডার-গাভাস্কার ট্রফির ডে-নাইট অ্যাডিলেড টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে।
এর আগে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া অ্যাডিলেড টেস্টের জন্য প্লেয়িং ইলেভেনের নাম ঘোষণা করে দিয়েছে এবং পেসার স্কট বোল্যান্ডকে দলে রাখা হয়েছে আহত জশ হ্যাজলউডের জায়গায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার