অলস্পোর্ট ডেস্ক: ভারত-ইংল্যান্ড পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনই ভারতীয় ক্রিকেট দলের সামনে ইনিংসে জয়ের হাতছানি। কিন্তু মাঠে নেই অধিনায়ক রোহিত শর্মা। এদিন প্রথম থেকেই মাঠে নামেননি তিনি। ভারত ৪৭৭ রানে অল আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ড যখন বিরাট করতে নামে তখন রোহিতকে না দেখে প্রশ্ন তৈরি হলেও দ্রুতই কারণ সামনে আসে। পিঠের সমস্যায় ভুগছেন তিনি। যে কারণে এদিন দলের অধিনায়কত্বের দায়িত্ব ওঠে সহঅধিনায়ক যশপ্রীত বুমরাহর কাঁধে।
জানা গিয়েছে পিঠের মাংসপেশীতে সমস্যার কারণেই তিনি এদিন মাঠে নামেননি। ম্যাচের প্রথম দিনই প্রথম ইনিংসে ব্যাট করতে নামতে হয়েছিল ভারতকে। ওপেনার হিসেবে প্রথম থেকেই হাল ধরতে হয়েছিল দলের ব্যাটিংয়ের। দ্বিতীয় দিনও দীর্ঘ বিরাট করে সেঞ্চুরি হাঁকান। যার ফলে পিঠের উপর চাপ পড়ে এবং স্টিফনেস তৈরি হয়। তাঁর মাঠে নামার খুব দরকার ছিল না বলেই না নামার সিদ্ধান্ত নেওয়া হয়।
সামনেই আইপিএল । মিরপুর রয়েছে গুরুত্বপূর্ণ টি২০ বিশ্বকাপ। এই অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নিয়েই কোনো ঝুঁকি নিতে চাইবে না কোনও টিম ম্যানেজমেন্টই। যদিও ভারতীয় বোলাররখ তৃতীয় দিনের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে দেন। যার ফলে ইনিংসে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ভারত।
ইতিমধ্যেই সিরিজ পকেটে পুড়েছে ভারত। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ম্যাচ দারুণভাবে জিতে নিয়েছে ভারতীয় দল। ধর্মশালায় শেষ ম্যাচ ছিল নিয়মরক্ষার। তবে এই ম্যাচ জয়ের সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় নিজেদের জায়গা আরও মজবুত করতে সক্ষম হবে ভারত। যদিও এই ম্যাচ লেখা থাকবে ভারতীয় স্পিনারদের নামেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার