Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটদেশকে জিতিয়ে পরিবারের সঙ্গে আবেগঘন মুহূর্তে রোহিত, প্রশংসায় ভরালেন বিরাট-হার্দিককে

দেশকে জিতিয়ে পরিবারের সঙ্গে আবেগঘন মুহূর্তে রোহিত, প্রশংসায় ভরালেন বিরাট-হার্দিককে

অলস্পোর্ট ডেস্ক: এররকম একটা মুহূর্ত তৈরি হয়েছিল গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে। সেদিন হতাশার অশ্রু ছিল সবার চোখে, এদিনও চোখ ভিজল সবার, তবে এই অশ্রু আনন্দের। সেদিনও হেরে যাওয়া ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে জরিয়ে ধরে স্বান্তনা দিয়েছিলেন স্ত্রী রীতিকা সাজদে। এদিনও সেই একই দৃশ্য দেখা গেল, তবে এই দৃশ্য আনন্দের। দেশকে বিশ্বকাপ ট্রফি দিয়ে পরিবারের আলিঙ্গনে আবদ্ধ হলেন রোহিত। সেই ছবি ইতিমধ্যযেই মন ছুঁয়ে নিয়েছে নেটিজেনদের। সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্বও আরও একবার জাত চিনিয়েছে। না হলে শেষ ওভারে নায়ক হওয়ার সুযোগ তিনি দিতেন না হার্দিক পাণ্ড্যেকে।

শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১১ বছর পর আইসিসি ট্রফির স্বাদ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। যেখানে ব্যাট হাতে ভারতের সফলতম প্লেয়ার স্বয়ং অধিনায়ক। এই টুর্নামেন্টে রোহিত ২৫৭ রান করেছেন ৩৬.৭১ গড় ও ১৫৬.৭০ স্ট্রাইক রেটে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ব্যাটের দাপটেই ভারত ফাইনালে পৌঁছেছিলেন। এই টুর্নামেন্ট ভারতের জন্য যে অনেক কিছু প্রমানের ছিল তা নিয়ে কোনও সংশয় ছিল না। গোটা দেশ চেয়েছিল ৫০ ওভাার বিশ্বকাপের দুঃখ ভুলতে ২০ ওভার বিশ্বকাপে জয়ের মধ্যে দিয়ে। আর এই পুরো টুর্নামেন্টেই রোহিতকে বার বার আবেগান্বিত হতে দেখা গিয়েছে। এদিন যেন সব আবেগের বাধ ভাঙল।

১১ বছর পর আইসিসি ট্রফি জয়ের পাশাপাশি ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জিতল ভারত। টি২০ বিশ্বকাপের প্রথম এডিশন ভারত জিতেছিল ধোনির নেতৃত্বে ২০০৭ সালে। তার পর থেকে রোহিত ১০টিও বিরাটছ’টি টি২০ বিশ্বকাপ খেলেছেন। শেষ পর্যন্ত জয় এল। পুরো টুর্নামেন্টে খারাপ ফর্মের পর ফাইনালে বিরাটের ব্যাটেই বড় রানে পৌঁছেছিল ভারত। আর দেশকে বিশ্বকাপ দিয়েই অবসর ঘোষণা করে দিলেন তিনি। বিরাট নিযে বলতে গিয়ে রোহিত বলেন, “বিরাটের ফর্ম নিয়ে কারও কোনও সংশয় ছিল না। আমরা জানি ওর ক্ষমতা। বড় মঞ্চে যা বেরিয়ে আসেই। যেটা ও করে গেল।”

হার্দিকের প্রশংসাও শোনা গেল তাাঁর গলায়, “ও খুব আত্মবিশ্বাসী একজন. ও নিজের স্কিলকে কাজে লাগিয়েছে। হার্দিক অসাধারণ ছিল শেষ ওভারে। আমরা গত ৩-৪ বছছর ধরে কিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমরা খুব খাটছিলাম দল হিসেবে। আজকে যেটা দেখা গেল সেটা সেই ৩-৪ বছরের পরিশ্রমের ফল। তবে ছেলেরা জানত, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর কী করতে হবে। আর আমরা সবাই মিলে এই জয়ের জন্য মুখিয়ে ছিলাম। আমিএই দল নিয়ে গর্বিত। ম্যানেজমেন্টেরও অনেক বড় ভূমিকা রয়েছেে।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments