অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার থেকে ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে চলেছে ভারতের মাঠে। সর্বশেষ ২০১১-তে ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৩-তে আইসিসি শিরোপা যেতার পর আন্তর্জাতিক পর্যায়ে এখনও পর্যন্ত তেমন কোনও সাফল্য পায়নি ভারত। অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলে তাঁর অধিনায়কত্বের বিষয়ে এদিন অকপট হন। তিনি স্বীকার করেন তার আগে বিরাট কোহলি ও এম এস ধোনি এই ভূমিকা পালন করেছেন এবং তা খুবই যোগ্য সিদ্ধান্ত ছিল।
এদিন একটি ইন্টারভিউতে রোহিত বলেন, ‘‘অবশ্যই, আপনি আপনার শীর্ষে থাকতে চান যখন আপনার ২৬-২৭ বছর বয়স। কিন্তু আমরা সবসময় যেটা চাই সেটা পাই না। ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে যদি কথা বলা হয়, এখানে আরও অনেক যোগ্য খেলোয়াড় আছে। আমাকে আমার পালা আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যেটা যথেষ্ট ন্যায্য। আমার আগে বিরাট, এম এস ছিল এবং তাঁরাও তাদের জায়গায় যথেষ্ট যোগ্য ছিল।’’
রোহিত আরও অনেক ক্রিকেটারদের কথা বলেন যারা যোগ্য ছিল জাতীয় দলকে আন্তর্জাতিক পর্যায়ে লিড করার জন্য। তিনি বলেন, ‘‘নামগুলো দেখুন, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেওয়াগ এরা সবাই ভারতীয় ক্রিকেটের সেরা খেলোয়াড়। যুবরাজ সিংকেও ভোলা যাবে না। তিনি কখনওই ভারতের অধিনায়ক হননি। যুবরাজ ভারতের জন্য এমন একজন সেরা বাছাই, যে কোনওভাবে তাঁর অধিনায়ক হওয়া উচিত ছিল কিন্তু তিনি সুযোগ পাননি। এটাই জীবন, আমি এখন এটা পেয়েছি এবং আমি তার জন্য কৃতজ্ঞ। আমি তখনই অধিনায়কত্ব করব, যখন আমি জানব যে কীভাবে একটি দলের অধিনায়কত্ব করতে হয়, যখন আমি জানব কী প্রয়োজন এবং সবকিছু। এবিসিডি জানা প্রয়োজনীয়।’’
ভারতের বিশ্বকাপ জেতা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘‘একটি দলকে বিশ্বকাপ ফাইনাল খেলার আগে ১১টি ম্যাচ খেলতে হয়। শেষ ২০১৯-এ আমরা এই ফর্ম্যাটে খেলেছিলাম। এই ১১টি ওডিআই ম্যাচ খেলা এক-দেড় মাসের মধ্যে সহজ নয়। আমরা চাই না আমাদের কোনও পেসার ভেঙে পড়ুক। যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে বেশি নির্বাচনের বিকল্প থাকছে।’’
দলকে সুস্থভাবে খেলতেই দেখতে চান রোহিত। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার