Wednesday, February 19, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটঅধিনায়ক রোহিত শর্মা ছুঁতে চলেছে‌ন একাধিক রেকর্ড

অধিনায়ক রোহিত শর্মা ছুঁতে চলেছে‌ন একাধিক রেকর্ড

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপের ১৫তম সংস্করণের ফাইনালে একে অপরের মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। ১৯৮৮ থেকে চলতি এই মহাদেশীয় কাপের ফর্ম্যাটে ১৪টি ফাইনাল ম্যাচের মধ্যে সর্বাধিক ট্রফির রেকর্ড এখনও পর্যন্ত ভারতেরই রয়েছে। এবার লক্ষ্য অষ্টম শিরোপা। সেই স্বপ্নই দেখছেন ফ্যানরা। ভক্তরা আস্থা রাখছেন ভারত অধিনায়ক রোহিত শর্মার উপর। যিনি এই ম্যাচে অনেকগুলি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং রেকর্ড গড়তে চলেছেন।

চলমান এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে রোহিত শর্মা তাঁর ২৫০তম ওডিআই ম্যাচ খেলবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি নবমতম ভারতীয় খেলোয়াড় যিনি এই রেকর্ড গড়বেন।

এই ওয়ানডে টুর্নামেন্টে দ্বিতীয়বার ফাইনালে ভারতের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ২০১৮-তে ভারত এশিয়া কাপ জিতেছিল। এশিয়া কাপে গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হার ছিল অধিনায়ক হিসেবে রোহিত শর্মার প্রথম হার।

বর্তমানে তিনি এই ফর্ম্যাটে ব্যাটে ১০০০ রান তোলার লক্ষ্যে রয়েছেন। কারণ এখনও পর্যন্ত এশিয়া কাপ টুর্নামেন্টে তাঁর স্কোর ৯৩৯, মাত্র ৬১ রান করলে নতুন মাইলস্টোন ছুঁতে পারবেন তিনি। এছাড়াও, তিনি এশিয়া কাপে (ওডিআইতে) ভারতের প্রধান রান স্কোরার হওয়া থেকে ৩৩ রান দূরে রয়েছেন। যেহেতু, সচিন  তেন্ডুলকর ৯৭১ রান করে ভারতীয় দলের শীর্ষ রান তালিকায় রয়েছেন।

রোহিত শর্মা তৃতীয় ভারতীয় অধিনায়ক হতে পারেন পরপর দু’বার এশিয়া কাপের ট্রফি পাওয়ার ক্ষেত্রে। এর আগে এমএস ধোনি (২০১২ এবং ২০১৬) এবং মহম্মদ আজহারউদ্দিন(১৯৯১ এবং ১৯৯৫) অধিনায়ক হিসাবে দু’বার এশিয়া কাপ ট্রফি জিতেছেন।

ওয়ানডেতে ওপেনার হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সবসময় নিজের সেরাটা দিয়েছেন অধিনায়ক। ওডিআইতে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনারদের মধ্যে তাঁর রানের সর্বোচ্চ গড় ৭৩.৬। এছাড়াও, তিনি ওডিআইতে ওপেনার হিসাবে ১০০০+ রান করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ স্কোর ২৬৪ যা ওডিআই ফর্ম্যাটেও একজন ব্যাটারের সর্বোচ্চ স্কোর।

ভারত যেখানে তাদের অষ্টমবারের শিরোপা রক্ষার জন্য লড়বে, সেখানে যদি শ্রীলঙ্কা ম্যাচ জেতে তবে তারা ভারতের সমানে চলে যাবে। ভারত এশিয়া কাপের দশম ফাইনাল ম্যাচ খেলবে। এর আগে সাতবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারতীয় দল, যার মধ্যে চারবার তাঁরা শ্রীলঙ্কাকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। এবং বাকি তিনটির মধ্যে দু’টি জয় এসেছে শ্রীলঙ্কার ঝুলিতে। শ্রীলঙ্কা ১২তম এশিয়া কাপ ফাইনাল খেলবে এইবার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments