অলস্পোর্ট ডেস্ক: বক্সিং ডে টেস্টে ভারতীয় ক্রিকেট দলে বড় পরিবর্তন আসতে চলেছে। এই ম্যাচেই হয়তো অধিনায়ক রোহিত শর্মা আবার নিজের চেনা জায়গায় ব্যাট করতে নামবেন। এই পরিস্থিতিতে কেএল রাহুল মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নামবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। রোহিত গত দুই ম্যাচে ছয় নম্বরে ব্যাট করার পর ওপেনার হিসেবে এই ম্যাচে ফেরাটা প্রায় নিশ্চিত। তবে ব্যাটিং অর্ডারে শুভমান গিলের অবস্থান সম্পর্কে কোনও স্পষ্টতা পাওয়া যায়নি।
এছাড়া ওয়াশিংটন সুন্দরের সঙ্গে রবীন্দ্র জাডেজাকে রেখে দুই স্পিনার খেলানোর কথা বিবেচনা করছে দল। যা নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন রোহিত শর্মা। সেক্ষেত্রে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ভাল করলেও বাদ পড়তে পারেন নীতিশ কুমার রেড্ডি।
বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-এর প্রথম ম্যাচে দলের সঙ্গে ছিলেন না রোহিত শর্মা। সেই ম্যাচে তাঁর জায়গায় ওপেন করেছিলেন কেএল রাহুল। তিনি সাফল্যও পান। তাই দ্বিতীয় টেস্ট থেকে দলে ফিরলেও ওপেন করার সিদ্ধান্ত নেননি রোহিত। বরং রাহুলের ওপরই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে কেউই নিজ নিজ জায়গায় তাঁদের সেরাটা তুলে আনতে পারেননি। রোহিত গত দুই টেস্টে ছয় নম্বরে ব্যাট করেন কিন্তু তাঁর ব্যাটে রান আসেনি। ফর্মে ফিরতে নিজের পুরনো জায়গা আর বক্সিং ডে টেস্টকেই বেছে নিচ্ছেন ক্যাপ্টেন।
এদিকে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক ৭০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করার থেকে মাত্র পাঁচ উইকেট দূরে রয়েছেন এবং স্পিনার শেন ওয়ার্ন (১,০০১), গ্লেন ম্যাকগ্রা (৯৪৯) এবং ব্রেট লি (৭১৮) এর পরে তিনি চতুর্থ অস্ট্রেলিয়ান বোলার হয়ে উঠবেন। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। বক্সিং ডে টেস্ট দলে জোড়া পরিবর্তন করে চমকে দিয়েছে অজিরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার