Wednesday, February 19, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটরাজস্থানকে বড় ব্যবধানে হারাল বেঙ্গালুরু

রাজস্থানকে বড় ব্যবধানে হারাল বেঙ্গালুরু

অলস্পোর্ট ডেস্কঃ স্বপ্নের ফর্মে থাকা যশস্বী জসওয়াল, জোস বাটলার, জো রুট, সঞ্জু স্যামসন, মারকুটে শিমরন হেটমায়ার সমৃদ্ধ ব্যাটিং লাইন আপকে যে ১০০ রানের নীচেও আটকে দেওয়া যায় তা হয়তো কল্পনাও করতে পারেননি অতি বড় আরসিবি সমর্থক। তবে বাস্তবে ঘটল সেই ঘটনাই। আরসিবি বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ৫৯ রানে অলআউট হয়ে গেল রাজস্থান রয়্যালস। ফলে আইপিএলের ইতিহাসে এক অনন্য নজির গড়ল আরসিবি।

এদিন রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠ সোয়াই মানসিং স্টেডিয়ামে ১১২ রানের বিপুল ব্যবধানে হারিয়ে দিল তারা। ফলে ঠিক বছর তিনেক আগে গড়া তাদের সর্বাধিক ব্যবধানে জয়ের নজিরকেও টপকে গেল তারা। ২০২০ সালে কেকেআরের বিরুদ্ধে শারজাতে আরসিবি জিতেছিল ৮২ রানের ব্যবধানে। সেই বছর করোনার কারণে গোটা আইপিএলটাই আয়োজন করা হয়েছিল আরব আমির শাহিতে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ। সেবার কেপ টাউনে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ৭৫ রানের ব্যবধানে জয় পেয়েছিল আরসিবি। ২০১৫ সালে ফের একবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে আরসিবি জিতেছিল ৭১ রানে। কাকাতলীয়ভাবে ঘরের বাইরে আরসিবির যত বড় জয় এসেছে সেখানে চারটি ম্যাচের মধ্যে তিনটিই এসেছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।   

এ দিন ম্যাচে প্রথমে ব্যাটিং করে আরসিবি। ওপেনার বিরাট কোহলি মাত্র ১৮ রান করে আউট হন। তবে এরপর হাল ধরেন ফ্যাফ ডু’প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। ফ্যাফ ৪৪ বলে ৫৫ এবং গ্লেন ম্যাক্সওয়েল ৩৩ বলে করেন ৫৪ রান। এই দুই ব্যাটারের ইনিংসে ভর করেই ৫ উইকেটে ১৭১ রান করে আরসিবি। জয়ের জন্য ১৭২ রান তাড়া করতে নেমে ওয়েন পার্নেলের দাপটে সমস্যায় পড়ে যায় রাজস্থান রয়্যালস ব্যাটাররা। একটা সময় স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ২৮ রান। সিমরন হেতমায়ার ৩৫ রান করে লড়াই করার চেষ্টা করলেও লাভ হয়নি। মাত্র ৫৯ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। ওয়েন পার্নেল মাত্র ১০ রান দিয়ে নেন তিনটি উইকেট।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments