নিজস্ব সংবাদদাতাঃ আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জেতার জায়গায় গিয়েও হেরে বসেছিল আরসিবি। শেষ ম্যাচে আবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আত্মবিশ্বাসী পঞ্জাব কিংস। বৃহস্পতিবারের ম্যাচটি আবার অনুষ্ঠিত হতে চলেছে পিবিএসকে-র ঘরের মাঠে। স্বাভাবিক ভাবেই তারা জয়ের ধারা ধরে রাখতে মরিয়া থাকবে।
পঞ্জাব পরপর দুই ম্যাচ জয় দিয়ে শুরু করলেও, মাঝে দু’টি ম্যাচ হেরে বসে। তার পর পঞ্চম ম্যাচে ফের জয়ে ফেরে তারা। বেঙ্গালুরু আবার প্রথম ম্যাচে পাঁচ বারের মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দুরন্ত শুরু করেছিল। তবে পরপর দুই ম্যাচ হারের পর চতুর্থটিতে জয়ে ফিরলেও, পঞ্চম ম্যাচে ফের হেরে বসে থাকে আরসিবি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ে ফিরতেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। পয়েন্ট টেবলের পাঁচে রয়েছে পঞ্জাব কিংস। ঘরের মাঠে বিরাটদের হারাতে পারলে প্রথম তিনের মধ্যে উঠে আসবেন শিখর ধাওয়ানরা।
আরসিবি-র জোশ হ্যাজলেউড ভারতে এসেছেন, কিন্তু এখনও তাঁর রিহ্যাব চলছে। তাঁকে এখনই পাওয়া যাবে বলে মনে হয় না। ওয়েন পার্নেল তাঁর অনুপস্থিতিতে তাঁর বদলে এই ম্যাচেও খেলবেন। ডেভিড উইলি বিকল্প হিসেবেই থাকবেন। বিজয়কুমার বিশককে একাদশে নাও রাখতে পারে আরসিবি। তিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিষেকে প্রভাবিত করলেও, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সে ভাবে নজর কাড়তে পারেননি।