অলস্পোর্ট ডেস্ক: আরও একটা জয়। এই নিয়ে পাঁচবার আইপিল ট্রফি উঠল চেন্নাইয়ের হাতে। তারপরও ধোনি-জাদেজা সম্পর্ক নিয়ে জল্পনা চলছেই। ফাইনালে গুজরাতের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই। শেষ পাঁচ বলে অসাধারণ ব্যাটিংয়ের সঙ্গে আরও একবার ম্যাচ জেতালেন রবীন্দ্র জাদেজা।
আইপিএল ফাইনালে চেন্নাইকে ২১৪ রানের টার্গেট দিয়েছিল গুজরাত। কিন্ত বৃষ্টির কারণে সেই লক্ষ্য কমে দাঁড়ায় ১৭১ রানে। শেষ দু্’বলে যখন মাত্র ১০ রান দরকার এবং দলের সব তাবড় তাবড় খেলোয়াড়রা মাঠের বাইরে, সেই সময় সেখান থেকে দলকে উদ্ধার করেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁর এই অসাধারণ ইনিংস মনে রাখবেন দলের সমর্থকেরা পরবর্তী মরসুম পর্যন্ত।
সেই ফাইনাল এখন অতীত। কিন্তু পিছু ছাড়ছে নাবিতর্ক। সেই ম্যাচ নিয়েই তৈরি হচ্ছে নানা জল্পনা। প্রশ্ন উঠে আসছে ধোনি ও জাদেজার সম্পর্ক নিয়ে। গুজব শোনা যাচ্ছে যে তাদের মধ্যে সম্পর্ক তলানিতে। সিএসকে এবং দিল্লি ক্যাপিটালসের একটি ম্যাচের পর থেকেই এমন প্রশ্ন তুলছেন ভক্তরা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ধোনি ও জাদেজা নিজেদের মধ্যে কথা বলছেন। এর পরই জাদেজা টুইটারে পোষ্ট করেন, ‘‘কর্মফল একদিন ফিরে আসবে। কিছু ক্ষেত্রে আগে আসে কিছু ক্ষেত্রে পরে কিন্ত আসবেই একদিন।‘‘ এই বক্তব্যের পরই নানা জল্পনা শুরু হয় জাদেজা ও ধোনিকে নিয়ে।
সিএসকের সিইও কাশি বিশ্বনাথন ইএসপিএন ক্রিকইনফোর একটি ইন্টারভিউতে বলেন, এই গুজবে কান না দিতে। দুই তারকার মধ্যেই সম্পর্ক ভালই রয়েছে। তিনি বলেন, ‘‘জাদেজা অসাধারণ বল করেন। তাই ব্যাটিং অর্ডার অনুযায়ী যখন জাদেজা মাঠে নামে তখন তার পক্ষে বেশী কিছু করার থাকে না। ৫-১০ বল বাকি এরকম সময় নামতে হয় তাঁকে। কিন্ত তার পরও সিএসকের সমর্থকেরা ধোনির ব্যাটিং দেখতে জাদেজাকে আউট হতে দেখতে চান।এই কারণে কখনও কারও সম্পর্ক খারাপ হতে পারে না।’’
তাঁর ধারণা হয়ত এই কারণেই রেগে গিয়েছেন জাদেজা। তিনি আরও জানান, জাদেজা ধোনিকে শ্রদ্ধা করেন এবং আইপিএল ট্রফি জয়ের পর তাঁর ইনিংসটিও ধোনিকে উৎসর্গ করেন তিনি। হাঁটুর চোটে মুম্বইতে অস্ত্রোপচার করানোর পর নিজের শহর রাঁচিতেই রয়েছেন সিএসকে স্কিপার। তিন সপ্তাহ তিনি এখন বিশ্রামে থাকবেন। যদিও তিনি জানুয়ারি-ফেব্রুয়ারির আগে মাঠে ফিরছেন না ধোনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার