অলস্পোর্ট ডেস্ক: তারকা উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনের মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি আন্তর্জাতিকের সময় জোফরা আর্চারের বলের আঘাতে তর্জনী ভেঙ্গেছে। যা আসন্ন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল তো বটেই সঙ্গে এক মাসেরও বেশি সময় তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। জানা গিয়েছে যে সঞ্জু তাঁর হোম বেস তিরুঅনন্তপুরমে ফিরে গিয়েছেন এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন শেষ করার পরেই প্রশিক্ষণ শুরু করবেন। প্রতিযোগিতামূলক খেলায় ফিরে আসার আগে তাঁকে এনসিএ-এর ছাড়পত্র পেতে হবে।
“স্যামসনে ডান হাতের তর্জনীতে চির ধরেছে। সঠিক নেট শুরু করতে তার পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তাই ৮-১২ ফেব্রুয়ারি থেকে পুনেতে কেরলের (বনাম জম্মু ও কাশ্মীর) হয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলার কোনও সম্ভাবনা নেই,” নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআই-এর একটি সূত্র পিটিআইকে জানিয়েছে।
“যা পরিস্থিতি তাতে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলেই তার প্রত্যাবর্তন ঘটতে পারে,” তিনি যোগ করেছেন।
স্যামসন সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ দেশের হয়ে জিতে শেষ করেছেন। যদিও ব্যক্তিগত পারফর্মেন্সের নিরিখে তিনি পুরোপুরি ফ্লপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই দলে তাঁকে রাখা হয়নি।
স্যামসন সেই ভাঙা আঙুল নিয়েই খেলা চালিয়ে যান। কিন্তু ক্রমশ ব্যাট করতে গিয়ে বড় শট নিতে গিয়ে চোটের জায়গা ফুলে ওঠে। ডাগ-আউটে ফিরে আবিষ্কার করেন বোলিং অনেকটাই বেড়ে গিয়েছে। এর পর স্ক্যান করা হলে ফ্র্যাকচার ধরা পড়ে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার