Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটঋষভ পন্থের অনুপস্থিতিতে নতুন উইকেটকিপার সুযোগ পাবে বললেন ইরফান পাঠান

ঋষভ পন্থের অনুপস্থিতিতে নতুন উইকেটকিপার সুযোগ পাবে বললেন ইরফান পাঠান

অলস্পোর্ট ডেস্ক: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য সঞ্জু স্যামসনের নাম ঘোষণা করে দিয়েছে নির্বাচকরা। এই বিষয়ে মন্তব্য করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান । তিনি মনে করেন ঋষভ পন্থের চোট অন্য উইকেট কিপারদের কাছে ভারতীয় দলে জায়গা করার সুবর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।

প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান বিশ্বাস করেন, “আসন্ন ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে  তিন ম্যাচের একদিনের সিরিজে সঞ্জু স্যামসন-কে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে নেওয়ার পর তিনি অনেক বেশি রান করবেন। স্যামসন আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খুব ভাল খেলেছে। দুর্ঘটনায় চোটে থাকা ঋষভ পন্থের  অনুপস্থিতির জন্য স্যামসন ২০২৩-এর একদিনের বিশ্বকাপ খেলার সুযোগ পেতে পারেন। রাজস্থানের অধিনায়কের  মধ্যে খুব ভালো স্পিন খেলার ক্ষমতা আছে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  সেটা প্রমান করার সুযোগ পাবে সঞ্জু।আশা করি ভাল পারফরম্যান্স করে আগামীদিনে ও ভারতীয় দলে নিয়মিত জায়গা করে নেবে।“  

একটি ট্যুইট করে প্রাক্তন অলরাউন্ডার আরও বলেছেন, “সঞ্জু স্যামসনকে একটা ভাল সুযোগ দিয়েছে নির্বাচকরা। এই মিডল অর্ডার উইকেটকিপার ব্যাটসম্যানের মধ্যে দুর্দান্ত স্পিন খেলার ক্ষমতা আছে। আশা করি আসন্ন ক্যারিবিয়ান সফরে স্যামসন নিজেকে প্রমান করতে পারবে।“

উল্লেখ্য, শুক্রবার সকালে নির্বাচকরা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের একদিনের দল ঘোষণা করেছেন। সেখানে দেখা গেছে টেস্ট ম্যাচে অভিজ্ঞ চেতেশ্বর  পূজারাকে বাদ দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পুজারা দুই ইনিংসে মাত্র ১৪ এবং ৩৫ রান করেছিল। সেই কারনেই তাঁকে আসন্ন সিরিজে টেস্ট দলে নেওয়া হয়নি। তাঁর বাদ পড়া টেস্ট ক্রিকেটে সুযোগ করে দিয়েছে রুতুরাজ ও যশস্বীকে। যারা ১২ জুলাই থেকে শুরু হওয়া ক্যারিবিয়ান সফরের দুই টেস্ট সিরিজে ১৬ জনের দলে সুযোগ পেয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments