অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং বিসিসিআই এর প্রধান নির্বাচক অজিত আগরকর আসন্ন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিলেন। কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার এবং যশপ্রীত বুমরাহকে দলে রাখা হলেও বাদ দেওয়া হয়েছে লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং পেসার প্রসিধ কৃষ্ণাকে। এছাড়াও দলে সুযোগ পাননি শিখর ধাওয়ান। তাঁর সুযোগ না পাওয়া নিয়ে একটা মহলে ভালই আলোচনা চলেছে। অনেকেই হতাশ হয়েছেন শিখর ধাওয়ানকে ভারতীয় দলে না দেখে। গত ১০ বছরের মধ্যে প্রথমবার এই ওপেনিং ব্যাটার আইসিসির এই ওডিআই ইভেন্টে অনুপস্থিত থাকবেন। দল থেকে বাদ পড়ার পরেও দিল্লির এই ক্রিকেটার জীবনকে পজিটিভ ভাবেই নিচ্ছেন বলে জানিয়েছেন।
সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শিখর ধাওয়ানকে বিখ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছে। উজ্জয়েনের বাবা মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গ মন্দিরে দু’জনকে এক সঙ্গে প্রার্থনা করতে দেখা গিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ধাওয়ান বলেছিলেন যে তিনি ঈশ্বরের আশীর্বাদ নিতে এসেছিলেন এবং আসন্ন ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সাফল্যের জন্য প্রার্থনা জানিয়েছেন। ধাওয়ান মিডিয়াকে বলেছেন, “প্রত্যেকেই চাইছেন ভারত বিশ্বকাপ জিতুক এবং আমিও তাই চাই।”
৩৭ বছরের এই ব্যাটার টুইটারে ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের সকল নির্বাচিত ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন।
‘‘বিশ্বকাপ ২০২৩-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেওয়া আমার সতীর্থ এবং বন্ধুদের অনেক অভিনন্দন। সব মানুষের প্রার্থনা এবং সমর্থন রয়েছে তোমাদের সঙ্গে, তোমরা আমাদের আশা এবং স্বপ্ন সঙ্গে করে নিয়ে যাচ্ছ। আমাদের ট্রফি আমাদের দেশে ফিরিয়ে আনো এবং আমাদের গর্বিত করো তোমরা! সবাইকে হারিয়ে জিতে এসো টিম ইন্ডিয়া,” টুইটে লিখেছেন ধাওয়ান।
এর আগে এশিয়া কাপ ২০২৩-এর দল ঘোষণার সময় আগরকর বলেছিলেন, “রোহিত খারাপ খেলোয়াড় নয়, শুভমানের পারর্ফম্যান্সও এই বছর অসাধারণ। এছাড়াও ঈশান কিষান খুবই ভাল একজন খেলোয়াড়। শিখরও একজন দুর্দান্ত খেলোয়াড়। এই মুহূর্তে তিনজনই ভাল খেলছে। বিশ্বকাপের জন্য দলে ১৫ জনকেই দলে নেওয়া সম্ভব। দুর্ভাগ্যবশত যে কোনও একজনকে বসতেই হবে। এই মুহূর্তে তারা সকলেই আমাদের পছন্দের ওপেনার।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





