অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় ক্রিকেট দলে কারা খেলবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বিসিসিআই-এর সূত্রের খবর, এবার খুব সম্ভবত শিখর ধাওয়ান হতে পারেন ভারতীয় দলের অধিনায়ক। পাশাপাশি এই টুর্নামেন্টের জন্য দলের কোচ হিসেবে দেখা যেতে পারে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষণকেও।
বাঁ হাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ান এর আগেও বহুবার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০২১-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর নেতৃত্বে ওডিআই ও টি২- সিরিজ জিতেছিল ভারতীয় দল। এছাড়া ওয়েস্টি ইন্ডিজের বিরুদ্ধেও তাঁর নেতৃত্বে সাফল্য এসেছিল। যার ফলে তার উপর আস্থা রাখতে পারে বোর্ড।
এই প্রথমবার বিসিসিআই মহিলা ও পুরুষ দু’টি ক্রিকেট দলই এশিয়ান গেমস-এ অংশ নিতে চলেছে। এবারের এশিয়ান গেমস হতে চলেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের এশিয়ান গেমস ছাড়া আর কোনও টুর্নামেন্ট নেই সেই সময়। শেষবার তারা কমনওয়েলথ গেমস ২০২২-এ অংশ নিয়েছিল, যেটি বার্মিংহ্যামে হয়েছিল। তাই এবার তাদের খেলা দেখতে মুখিয়ে থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
তবে, এশিয়ান গেমসের সময়সূচী নিয়ে সমস্যা দেখা দিয়েছে ভারতীয় পুরুষ দলের অংশগ্রহনের ক্ষেত্রে। কারণ, এশিয়া কাপ হতে চলেছে ৩১ অগস্ট – ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। তার পরপরই ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। আবার এশিয়ান গেমস এর মধ্যেই ৫ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ। যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। পরপর টুর্নামেন্ট থাকায় বাড়তি চাপ পড়বে খেলোয়াড়দের উপর। একটি দুটো টুর্নামেন্টের মধ্যে কোনও সময় পাওয়া যাবে না। সেক্ষেত্রে ভারতীয় এ দলকে এশিয়ান গেমস খেলতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিসিসিআই জানিয়েছে, ৭ জুলাই তারা এশিয়ান গেমসের -এর জন্য ভারতীয় দল ঘোষণা করবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার