অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার শ্রেয়াস আইয়ার বৃহস্পতিবার ওড়িশার বিরুদ্ধে তাদের রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বইয়ের হয়ে একটি দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করলেন। অস্ট্রেলিয়ায় আসন্ন টেস্ট সিরিজের জন্য শ্রেয়াসকে দলে রাখা হয়নি। যদিও তিনি এই মরসুমে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছেন। দুর্দান্ত ফর্মেও রয়েছেন। এদিন তাঁর ডবল সেঞ্চুরি সাজানো ছিল ২২টি চার এবং আটটি ছক্কায়।২০১ বলে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। ২০১৭-১৮ বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ২০২ রান করার পর এটি শ্রেয়াসের প্রথম প্রথম-শ্রেণীর ক্রিকেটে ডবল সেঞ্চুরি। ২২৮ বলে ২৩৩ রান করার পর আইয়ার শেষ পর্যন্ত হর্ষিত রাঠৌরের হাতে আউট হন। এটি আইপিএল ২০২৫ নিলামে তাঁর সম্ভাবনাকে ব্যাপকভাবে শক্তিশালী করবে কারণ তিনি কলকাতা নাইট রাইডার্স দ্বারা ধরে না রাখার পরে সেরা ড্রয়ের তালিকায় এমনিতেই শীর্ষে ছিলেন।
গত বছর নিজে সিদ্ধান্ত নিয়ে ঘরোয়া ক্রিকেটে না খেলায় শাস্তির মুখে পড়তে হয়েছিল শ্রেয়াসকে। তার পর তাঁকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ দেওয়া হয়। কিন্তু গত বছরই তিনি শেষের দিকে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন। এই মরসুমে প্রথম থেকেই তিনি খেলছেন। পারফর্মও করছেন কিন্তু জাতীয় দলে তাঁকে এখনও ফেরানো হয়নি।
সম্প্রতি ঘরের মাঠে পর পর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতে টি২০ সিরিজ খেলতে নামবে ভারত। এর সঙ্গেই রয়েছে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি। কোনও দলেই নেই শ্রেয়াস আইয়ার। তবে তিনি তাঁর কাজ করে যাচ্ছেন।
গত মরসুমে তাঁর অধিনায়কত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তার পরও তাঁকে ভারতের টি২০ দলে জায়গা দেওয়া হয়নি। তবে তাঁর রঞ্জি ট্রফির পারফর্মেন্স যে আইপিএল মেগা নিলামে তাঁর চাহিদা আরও বাড়াবে তা নিয়ে কোনও সংশয় নেই। এমনিতেই কেকেআর থেকে ছাড়া পাওয়ার পর নিলামে আইপিএল জয়ী অধিনায়কের দিকে অনেকেরই নজর রয়েছে। কিন্তু তিনি শেষ পর্যন্ত কোন দলে যাবেন তা সময়ই বলবে। তবে একজন ক্রিকেটারের কাছে জাতীয় দলের জার্সি পরে মাঠে নামাটা অনেকবেশি গুরুত্বপূর্ণ। সেদিকেই তাঁকিয়ে শ্রেয়াস আইয়ার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার