অলস্পোর্ট ডেস্ক: তিলক ভার্মা টি-টোয়েন্টিতে টানা তিনটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হিসেবে যখন আবির্ভূত হলেন তখন শ্রেয়াস আইয়ার আইপিএল মেগা নিলামের আগে সেঞ্চুরি হাঁকিয়ে বার্তা দিয়ে রাখলেন। শনিবার সৈয়দ মুশতাক আলি ট্রফির প্রথম রাউন্ডে দুই ভারতীয় ব্যাটস দারুণভাবে পারফর্মেন্স দিয়েই লাইমলাইট চলে এলেন। আইপিএল ২০২৪-এ চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করা শ্রেয়াসকে নিলামের জন্য ছেড়ে দিয়েছে দল। এদিন গ্রুপ ই ম্যাচে মুম্বইয়ের হয়ে গোয়ার বিপক্ষে ৫৭ বলে অপরাজিত ১৩০ (১১x৪, ১০x৬) করে তিনি শুধু আইপিএল ফ্র্যাঞ্চাইজি নয়, ভারতীয় নির্বাচকদের ও বার্তা দিয়ে রাখলেন।
শ্রেয়াসের শতরান মুম্বইকে চার উইকেটে ২৫০ রানে নিয়ে যায়, কিন্তু গোয়া আট উইকেটে ২২৪ রান করে সমানে সমানে তাড়া করে।
সুয়াশ প্রভুদেসাই ৩৬ বলে ৫২ রান করে তাদের সর্বোচ্চ স্কোরার ছিলেন।
একটি গ্রুপ এ ম্যাচে, তিলক, যিনি সম্প্রতি সেঞ্চুরিয়ান এবং জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছিলেন, রাজকোটে মেঘালয়ের বিরুদ্ধে তালিকায় আরও একটি তিন-অঙ্কের রান যোগ করেছেন।
বাঁহাতি এই ব্যাটসম্যান মাত্র ৬৭ বলে ১৪টি চার ও ১০টি ছক্কায় ১৫১ রান করে হায়দরাবাদকে ২০ ওভারে চার উইকেটে ২৪৮ রানে নিয়ে যান। তিনি প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০-এর বেশি স্কোর করেলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার