Saturday, December 14, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটশুভমান গিল, ঋষভ পন্থের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ের সামনে বাংলাদেশ

শুভমান গিল, ঋষভ পন্থের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ের সামনে বাংলাদেশ

অলস্পোর্ট ডেস্ক: বড় রানের ইঙ্গিতটা দ্বিতীয় দিনই পাওয়া গিয়েছিল। শুরুতেই তিন উইকেট পড়ে যাওয়ার পর যেভাবে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরলেন শুভমান গিল ও ঋষভ পন্থ তাতে বোঝাই গিয়েছিল তৃতীয় দিল সকাল থেকে এই দুই তারকা ব্যাটে ঝড় তুলবেন। দু’জনের সামনেই ছিল নিজেদের প্রমান করার অদম্য খিদে। ঋষভ পন্থের সামনে ছিল একবছর নয় মাস পর ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন। অন্যদিকে ভবিষ্যতের তারকা হয়ে ওঠার লক্ষ্যে শুভমান গিলের সামনে ছিল নিজেকে প্রমান করার চাপ। দু’জনের কেউই প্রথম ইনিংসে রান পাননি। বরং প্রথম ইনিংসে ভারতক বাঁচিয়ে দিয়েছিলেন দুই অলরাউন্ডারি রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

প্রথম ইনিংসে অশ্বিনের ব্যাটে সেঞ্চুরি এসেছিল আর দ্বিতীয় ইনিংসে এল জোড়া সেঞ্চুরি। যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা ও বিরাট কোহলি দ্বিতীয় দিনই আউট হয়ে গিয়েছিলেন। ৬৭-৩ থেকে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন গিল ও পন্থ। এর পর আর একটিই উইকেট নিতে সমর্থ হন বাংলাদেশের বোলাররা। ভারত যখন ইনিংস ঘোষণা করে তখন ভারতের নামের পাশে ২৮৭-৪। প্রথম ইনিংসে ৩৭৬ রানে থেমেছিল ভারত। বাংলাদেশের সামনে ৫১৪ রানের লক্ষ্যমাত্রা রেখে দ্বিতীয় ইনংস ঘোষণা করেন রোহিত শর্মা।

শনিবার ঋষভ পন্থ যখন আউট হন তখন তাঁর নামের পাশে ১২৮ বলে ১০৯ রানের ইনিংস লেখা হয়ে গিয়েছে। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১৩টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি দিয়ে। ১৭৬ বলে ১১৯ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। ১০ বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। পন্থ ফিরে যাওয়ার পর মাঠে নেমেছিলেন কেএল রাহুল। তাঁর সামনেও ছিল নিজেকে প্রমান করার লক্ষ্য কিন্তু তিনি অতটা সময় পাননি। মাত্র ২২ রান করে অপরাজিত থাকেন তিনি। পন্থের উইকেটটি নেন মেহেদি হাসান মিরাজ। নিজের বলে নিজেই ক্যাচ নেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং সেই ভরসা দিতে পারেনি। দলের দুই ওপেনার জাকির হাসান ৩৩  শাদমান ইসলাম ৩৫ রান করে আউট হয়ে যান। তার পর তিন নম্বরে নেমে দলের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক নাজমূল হোসেন শান্ত। তিনি ৫১ রান করে অপরাজিত রয়েছেন। ৫ পানে অপরাজিত রয়েছেন শাকিব আল হাসান। দলের আরও দুই ব্যাটার মোমিনূল হক ১৩ ও মুশফিকুর রহিম ১৩ রান করে আউট হন। খারাপ আলোর জন্য মাঝ পথেই খেলা বন্ধ করে দেওয়া হয়। ৩৭.২ ওভারে ১৫৮-৪-এ তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। ভারতের হয়ে তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এক উইকেট যশপ্রীত বুমরাহর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments